অন পেজ এসইও কি? কিভাবে অন পেজ এসইও করবো?

 অন পেজ এসইও

আমাদের যাদের ওয়েবসাইট এর সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) ওয়ার্ডপ্রেস  এবং যারা ওয়ার্ডপ্রেসের Yoast এসইও প্লাগিন ব্যবহার করেন তারা অনেকেই অনপেজ এসইও এর সাথে পরিচিত।

আমরা যারা এসইও নিয়ে কাজ করি কিংবা যাদের এসইও সম্বন্ধে ধারণা আছে তারা জানি অন পেজ এসইও কি? সহজভাবে বলতে গেলে  অন পেজ এসইও বলতে আমরা বুঝি একটা পার্টিকুলার পেজের এসইও। যা আপনার ওয়েব পেজটিকে অপটিমাইজ করে সার্চ রেংকিং এ অনেকটা এগিয়ে দিবে। 



কিভাবে অন পেজ এসইও করবো? 

অন অন পেজ এসইও অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। 

  • ইন্টারনাল লিংক: ইন্টারনাল লিংক হলো কনটেন্ট এর মধ্যে আপনার ওয়েবসাইটের অন্যান্য পেজের লিংক এড করা।  ইন্টারনাল লিংক ইউজারদের মধ্যে  ট্রাস্ট এর পরিমাণ বাড়িয়ে দেয় এবং কন্টেন্টে ইন্টারনাল লিংক থাকলে সেই কন্টেন্টে গুগল বট দ্রুত ইন্ডেক্স করে। 
  • আউটবাউন্ড লিংক: আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে কনটেন্ট এর মধ্যে কনটেন্ট রিলেটেড অন্যদের লিংক দেয়া। 
  • মেটা ডেসক্রিপশন: গুগোল আপনার পোস্টটি কেউ সার্চ দিলে টাইটেলের নিচে যে ডেসক্রিপশন টি  আসে সেটি  মেটা ডেসক্রিপশন।  অন পেজ এসইও তে ডিসক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
  • ইমেজ অল্টার টেক্সট: যখন কোন কারণে আমাদের ওয়েবসাইটের ইমেজটি লোড নিতে পারে না তখন ইমেজের জায়গায় যে টেক্সট  টি দেখা যায় সেটি ইমেজ  অল্টার টেক্সট। 
  • টেক্সট লেন্থ:  অন পেজ এসইও জন্য কন্টেন্টে ন্যূনতম 350 শব্দ থাকতে হবে। 
  • কীপ্রেস ডেনসিটি: কনটেন্ট এর শব্দ সংখ্যার উপর ভিত্তি করে কনটেন্ট এর মধ্যে ফোকাস কিওয়ার্ড নিশ্চিত করা।

মোটামুটি এগুলোই অনপেজ এসইও এর জন্য গুরুত্বপূর্ণ। 


অন পেজ এসইও এর উপকারিতা কি কি? 

  • সার্চ র‍্যাংকিং উন্নতি: একটি ভালো এবং কোয়ালিটিফুল কনটেন্টকে অনপেজ এসইও এর মাধ্যমে খুব সহজেই এ সিআরপি অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট এ উপরের সাড়ির দিকে নিয়ে আসা যায় বা প্রথম পেজ আনা যায়। 
  • অর্গানিক ট্রাফিক বুষ্ট: অনপেজ এসইও এর ফলে আপনার কনটেন্টটি সার্চ রেজাল্ট এ  উপরের দিকে চলে আসবে।  যার ফলে আপনি পূর্বের তুলনায় অনেক বেশি অর্গানিক ট্রাফিক পাবেন। 
  • উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি: অনপেজ এসইও এর কারণে  সাইটে বেশি বেশি  ভিজিটর আসবে।  যার ফলশ্রুতিতে  আপনার উপার্জন বেড়ে যাবে। 

এছাড়াও  অন পেজ এসইও এর মাধ্যমে  লোকাল সার্চ  বৃদ্ধি করা  যায়। আশা করি  অনপেজ এসইও নিয়ে লেখা আজকের এই পোস্টটি  আপনাদের ভাল লেগেছে  এবং  পোস্টটি আপনাদের অনেক কাজে  লাগবে। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ, টেক রিলেটেড নিত্য নতুন তথ্য বাংলায় জানতে আমাদের সাথেই থাকুন।

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য