এসএসএল কি? কিভাবে এসএসএল চালু করতে হয়?

 


এসএসএল কি?

এসএসএল  বা সোর্স সকেট লেয়ার হলো একটি এনক্রিপশন ভিত্তিক ইন্টারনেট সুরক্ষা প্রটোকল। ১৯৯৫ সালে ইন্টারনেটের গোপনীয়তা, প্রমাণীকরণ এবং ডেটা অখণ্ডতা নিশ্চিতের লক্ষ্যে নেটস্কেপ  দিয়ে এসএসএল তৈরি করা হয়েছিল। এসএসএল টিএসএল এনক্রিপশন এর পূর্বসূরী। 

SSL



এসএসএল কিভাবে কাজ করে?

এসএসএল কি কাজ করে  এটা না জেনে আমরা অনেকেই এস এস এল চালু করি। অর্থাৎ নট সিকিউর কে সিকিউর করার জন্য চালু করি। চলুন তাহলে দেখে আসি এসএসএল মূলত কি কি কাজ করে।

  • ওয়েবসাইটের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করতে এসএসএল ডেটা এনক্রিপ্ট করে। যা ওয়েবসাইট জুড়ে সঞ্চারিত হয়।এর অর্থ হলো যখন অন্য কেউ ডাটাগুলোকে ডিক্রিপ্ট করার চেষ্টা করে তখন একটি লেয়ার এর সৃষ্টি হবে যার ফলে ডাটা গুলো ডিক্রিপ্ট করা প্রায় অসম্ভব হয়ে ওঠে।
  • এসএসএল কমিউনিকেশন এর দুটি ডিভাইসের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। 
  • এসএসএল ইউজারদের নিশ্চিত করে  ওয়েবসাইট কি সুরক্ষিত। 
  • এসএসএল ডেটা অখণ্ডতা রক্ষা করার লক্ষ্যে ডেটার ডিজিটাল স্বাক্ষর করে। এবং ডাটা সমূহ  ইউজার এর কাছে পৌঁছানোর আগে যাচাই করে যাচাই করে নেয়। এর ফলে ডেটা নিয়ে কোনো ছলচাতুরি করা সম্ভব হয়ে ওঠেনা। 


কিভাবে  এস এস এল চালু করব? 

যাদের ওয়েবসাইট আছে সিএমএস ব্লগারে তারা খুব সহজেই  এস এস এল চালু  করতে পারবেন।ব্লগারের সেটিং থেকে HTTPS  সেকশন এ গিয়ে HTTPS availability এবং HTTPS redirect কি চালু করে দিলেই  এস এস এল চালু হয়ে যাবে। 

Blogger SSL



এবার আসি যাদের ওয়েবসাইট  সিএমএস ওয়ার্ডপ্রেসে তারা কি করবে  এস এস এল চালু করবো। পাঁচটি খুব সহজ স্টেপ এর মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুব সহজেই এসেছে চালু করতে পারব। 

  • প্রথম স্টেপ, Cloudflare এ একটি অ্যাকাউন্ট করা। Cloudflare এমন একটি ওয়েবসাইট যা আমাদের ফ্রী এসএসএল দিবে। Cloudflare এ অ্যাকাউন্ট করার জন্য প্রথমে Cloudflare ওয়েবসাইটে ঢুকবো। এবার উপরের ডান দিকে থাকা সাইন আপ বাটনে ক্লিক করে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি ফ্রি একাউন্ট খুলে ফেলব। 

SSL



  • দ্বিতীয় স্টেপ, অ্যাড সাইট এ ক্লিক করে  আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট অ্যাড করব যে ওয়েবসাইটটিতে আমরা  এস এস এল চালু করতে চাচ্ছি। এরপর নেক্সট এ ক্লিক করে ফ্রী প্ল্যান সেলেক্ট করে কনফার্ম করব। 

Cloudflare SSL



  • তৃতীয় স্টেপ, ডি এন এস পরিবর্তন অর্থাৎ ডোমেইন নেম সার্ভার পরিবর্তন। Cloudflare সার্ভারে আমরা আমাদের সাইট থেকে এড করার জন্য আমাদের পূর্বের নেম সার্ভার চেঞ্জ করে Cloudflare থেকে প্রাপ্ত নেম সার্ভার অ্যাড করব। এবং নেম সার্ভার চেঞ্জ হওয়ার পর আমরা Continue-এ ক্লিক করব। 
Cloudflare SSL



  • চতুর্থ স্টেপ, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ লগইন করে প্লাগিন সেকশনে যাব এবং সেখান থেকে Flexible SSL for CloudFlare প্লাগিনটি ইন্সটল করে একটিভ করব। প্লাগিনটি ইন্সটল হয়ে গেলে আমরা সর্বশেষ স্টেপে চলে যাব।

Cloudflare SSL


  • পঞ্চম স্টেপ, আমরা পুনরায় CloudFlare ওয়েবসাইটে ফিরে আসবো। এবার উপরে থাকা লক আইকনে ক্লিক করে Always Use HTTPS চালু করে দিব। চালু করার সাথে সাথেই আমাদের ওয়েবসাইটটি এসএসএল দ্বারা  সিকিউর হয়ে যাবে। 

Cloudflare SSL


এবার আপনি আপনার ওয়েবসাইটে  ঢুকলে দেখতে পারবেন  উপরের নট সিকিউর  ম্যাসেজটি আর নেই।  এর পরিবর্তে সেখানে একটি  লক  আইকন এসে গেছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে  এসএসএল চালু হয়ে গেছে।

আজ এ পর্যন্তই,  আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। ভাল লাগলে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য