টেলিটক সিমের বিশেষ অফার

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। করোনারি প্যানডেমিক সিচুয়েশনে আমাদের অনেককেই ঘরে বসে কাজ করতে হচ্ছে অনলাইনে। আবার অনেকেই বাড়ি চলে এসেছি এবং বাড়ি থেকে  অফিসের কাজ করছি। আমাদের মধ্যে অধিকাংশই অনলাইনের এই কাজগুলো মোবাইল ডাটা ব্যবহার করে থাকে। যা অনেক ব্যয়বহুল। তাই আজকের ব্লগটি  ইন্টারনেট অফার নিয়ে। 

teletalk sim offer


টেলিটক বাংলাদেশের একমাত্র সরকারি সিম। ডাটা প্যাক সময়ের মধ্যে সবচেয়ে বেস্ট অফার টেলিটক এই পাওয়া যায়। তাই আজ আপনাদের সাথে টেলিটক সিমের কিছু অফার নিয়ে আলোচনা করব, কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


আগামী সিম অফার

আগামী সিমটি বিক্রয়ের জন্য নয়। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন এর মাধ্যমে ফ্রিতে এই সিমটি নিতে পারবেন।


1 GB @ Tk. 22

টেলিটক দিচ্ছে মাত্র 22 টাকায় 1 জিবি ইন্টারনেট। যার মেয়াদ থাকবেই ডাটা প্যাক নেয়ার পরবর্তী সাত দিন পর্যন্ত। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য A1 এবং ইউএসএস তে নিতে *111*600# ডায়াল করতে হবে।


1 GB @ Tk.45

যারা নর্মাল টু লাইট ইউজার অর্থাৎ শুধুমাত্র ফেসবুক, টুইটার ব্যবহারকারী এই প্যাকটি নিতে পারেন। কারণ 45 টাকার এই 1gb প্যাকেজ এর সাথে থাকছে 30 দিন মেয়াদ। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য A2 এবং ইউএসএস তে নিতে *111*601# ডায়াল করতে হবে।


3 GB @ Tk. 55

মডারেট ইউজার  অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইউটিউবে টুকটাক কনটেন্ট ওয়াচিং করেন এই প্যাকটি মূলত তাদের জন্য। 55 টাকার  এই তিন জিবি প্যাকেজ থাকছে 10 দিন মেয়াদ। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য A3 এবং ইউএসএস তে নিতে *111*602# ডায়াল করতে হবে।


5 GB @ Tk.91

91 টাকার এই 5 জিবি প্যাকটি হেভি ইউজার দের জন্য। অর্থাৎ যারা কনটেন্ট ওয়াচিং নিয়ে পড়ে থাকেন তারা এই প্যাকটি নিতে পারেন। এই পাঁচ জিবি প্যাকেজ থাকছে 15 দিন মেয়াদ। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য A4 এবং ইউএসএস তে নিতে *111*603#  ডায়াল করতে হবে।


10 GB @ Tk. 177

This is one of the best  data pack offer. এই প্যাকটি নরমাল টু হেভি ইউজার সহ সকলের জন্য। যারা ডাটা প্যাক নিয়ে ঝামেলায় পড়তে চান না বা একবারে এক মাসের প্যাক কিনতে চান তারা এই প্যাকটি নিতে পারেন। 177 টাকার এই 10 জিবি প্যাকেজ থাকছে 30 দিন মেয়াদ। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য A5 এবং ইউএসএস তে নিতে *111*604# ডায়াল করতে হবে।


বর্ণমালা সিম অফার

বর্ণমালা সিমটি মূলত ছাত্র-ছাত্রীদের জন্য। বোর্ডের নাম ও রোল এর মাধ্যমেই রেজিস্ট্রেশন করে খুব সহজেই  এই সিমটি কেনা যায়। ছাত্র-ছাত্রীদের জন্য সিমটি হওয়ায় এই সিমে বিশেষ কিছু অফার রয়েছে।


1GB @ Tk.24

টেলিটক দিচ্ছে মাত্র 24 টাকায় 1 জিবি ইন্টারনেট। যার মেয়াদ থাকবেই ডাটা প্যাক নেয়ার পরবর্তী সাত দিন পর্যন্ত। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য B1 এবং ইউএসএস তে নিতে *111*611# ডায়াল করতে হবে।


1 GB @ Tk.46

যারা নর্মাল টু লাইট ইউজার অর্থাৎ শুধুমাত্র ফেসবুক, টুইটার ব্যবহারকারী এই প্যাকটি নিতে পারেন। কারণ 46 টাকার এই 1gb প্যাকেজ এর সাথে থাকছে 30 দিন মেয়াদ। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য B2 এবং ইউএসএস তে নিতে *111*612# ডায়াল করতে হবে।


2 GB @ Tk.83

মোটামুটি লেভেলের ইউজাররা এই প্যাকটি নিতে পারেনি। 83 টাকায় 2 জিবি প্যাকেজে থাকছে 30 দিন মেয়াদ। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য B3 এবং ইউএসএস তে নিতে *111*613# ডায়াল করতে হবে।


3 GB @ Tk.62

মডারেট ইউজার  অর্থাৎ যারা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইউটিউবে টুকটাক কনটেন্ট ওয়াচিং করেন এই প্যাকটি মূলত তাদের জন্য। 62 টাকার এই তিন জিবি প্যাকেজ থাকছে 10 দিন মেয়াদ।  ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে  এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য B4 এবং ইউএসএস তে নিতে *111*614# ডায়াল করতে হবে।


5GB @ Tk.96

96 টাকার এই 5 জিবি প্যাকটি হেভি ইউজার দের জন্য। অর্থাৎ যারা কনটেন্ট ওয়াচিং নিয়ে পড়ে থাকেন তারা এই প্যাকটি নিতে পারেন। এই পাঁচ জিবি প্যাকেজ থাকছে  15 দিন মেয়াদ। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে  এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য B5 এবং ইউএসএস তে নিতে *111*615#  ডায়াল করতে হবে।


10GB @ Tk.186

এই প্যাকটি নরমাল টু হেভি ইউজার সহ সকলের জন্য। যারা ডাটা প্যাক নিয়ে ঝামেলায় পড়তে চান না বা একবারে এক মাসের প্যাক কিনতে চান তারা এই প্যাকটি নিতে পারেন। 186 টাকার এই 10 জিবি প্যাকেজ থাকছে 30 দিন মেয়াদ। ইউএসএসডি বা শর্ট কোডের মাধ্যমে  এই প্যাকটি কেনা যাবে। শর্ট কোডের জন্য B6 এবং ইউএসএস তে নিতে *111*616#  ডায়াল করতে হবে।

আজ এ পর্যন্তই, ব্লগ টি বড় হওয়ার কারণে অপরাজিতা এবং রেগুলার টেলিটক সিমের অফার সম্পর্কে পরবর্তী ব্লগে আলোচনা করা হবে। নিত্য নতুন তথ্য জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য