সাইট কিট কি? সাইট কিট কিভাবে সেট আপ করতে হয়?

একটি ওয়েবসাইট চালু করার পর সেই ওয়েবসাইট তথ্যগুলো মনিটর করার জন্য আমরা গুগলের বিভিন্ন পরিষেবা ব্যবহার করে থাকি। অনেকের পক্ষে সবগুলো সেবা কোথায় চালু করা সম্ভব হয়ে ওঠেনা। ইভেন অনেকেই করতে পারে না। 

Site Kit ওয়ার্ডপ্রেসের একটি প্লাগিন। যার মাধ্যমে আপনি গুগলের সব পরিষেবা যেমন সার্চ কনসোল,  এনালাইটিকস, গুগল এডসেন্স এর মত সার্ভিস গুলো খুব সহজে চালু করতে পারবেন। 

আজকের এই  ব্লগে আমি আপনাদের দেখাবো সাইট কিট কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে সাইট চালু করতে পারেন।


সাইট কিট এর সার্ভিস সমূহঃ

গুগল সার্চ কনসোলঃ Site Kit এর সাহায্যে আপনি আপনার সাইটের ট্রাফিক, পারফর্ম্যান্স এবং ইনডেক্স এর স্ট্যাটাস দেখতে পারবেন।

গুগল এনালাইটিক্সঃ গুগোল এর সবচেয়ে বেশি ব্যবহৃত সেবা গুলোর মধ্যে একটি হচ্ছে গুগল এনালাইটিক্স। গুগল এনালাইটিক্স মাধ্যমে আপনি আপনার সাইটের ইউজার, রিয়েল টাইম ভিউয়ার সহ সব কিছু মনিটর করতে পারবেন। 

গুগল এডসেন্সঃ ওয়েবসাইট মনিটাইজেশন এর জন্য যত গুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে গুগল  গুগল এডসেন্স সবচেয়ে এগিয়ে। এখন অব্দি ১০ কোটিরও বেশি সাইট গুগল এডসেন্স ব্যবহার করেছেন। গুগোল প্রতিবছরেই তার প্রকাশকদের কে প্রায় ১০ মিলিয়ন ডলার দেয়। Site Kit প্লাগিন ব্যবহার করে আমরা খুব সহযেই অ্যাডসেন্সের আপীল করতে পারব। 

PageSpeed Insights: এটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর স্পিড পরীক্ষা করতে পারবেন।  মোবাইল এ কী পরিমাণ লোড নিচ্ছে বা পিসিতে কী পরিমাণ লোডিং নিচ্ছে তা আপনি খুব সহজেই দেখতে পারবেন। 

ট্যাগ ম্যানেজারঃ  যার মাধ্যমে আপনি  কোড পরিবর্তন না করেই  ট্রাকিং পিক্সেলস এবং স্নিপেট গুলি আপনার ওয়েব সাইটে যুক্ত করতে পারবেন। 

অপটিমাইজঃ  অপ্টিমাইজ আপনার সাইটের স্পিড সহ অন্যান্য বিষয় গুলো দেখাশোনা করবে। 


Site Kit ইন্সটল প্রক্রিয়াঃ

  • প্রথমেই বলে রাখছি এর একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন।ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড এ  ঢুকবো।
Site Kit


  • এবার প্লাগিন এ গিয়ে এড নিউ এ ক্লিক করব

Site Kit


  • সার্চ অপশনে Site Kit লিখে ইনস্টল নাউ এ ক্লিক করব

Site Kit


  • ইন্সটল হয়ে গেলে এবার  এক্টিভ এ ক্লিক করবো

Site Kit


ইন্সটল প্রক্রিয়া শেষ।  এবার দেখবো কিভাবে আমরা Site Kit এর সঙ্গে আমাদের ওয়েবসাইটটি এড করবো 

  • ইন্সটলেশন এবং অ্যাক্টিভ প্রক্রিয়া শেষ, এরপর  নিচের ছবির মত একটি ইন্টারফেস আসবে।  এবার আমরা স্টার্টআপ এ ক্লিক করব। 

Site Kit


  • সাইন ইন উইথ গুগল ক্লিক করে আমাদের কাঙ্খিত মেইল সিলেক্ট করে দিব, যে মেইলটি তে আমরা গুগলের সব সার্ভিস  গুলো চালু করতে  চাচ্ছি। 

Site Kit

  • এবার নিচের স্ক্রিনশটের মত Allow তে  ক্লিক করব


  • এখন আমাদের সাইটের  ওনারশিপ ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের জন্য Proceed এ ক্লিক করতে হবে। 

Site Kit

  • ভেরিফাই হয়ে যাওয়ার পর গুগল কে আমাদের সাইটের সব ডাটার এক্সেস দেয়ার জন্য Allow তে ক্লিক করতে হবে।

Site Kit


  • এবার আমাদের সার্চ কনসোল সেট আপ করতে হবে। সার্চ কনসোল সেটআপ এর জন্য আমরা Add Site এ ক্লিক করব।

Site Kit


মোটামুটি Site Kit সেটআপ  শেষ।  এখন আমরা Go to my Dashboard এ ক্লিক করুন  ড্যাশবোর্ড এ চলে যাবো। 

Site Kit


গুগল সার্চ কনসোল ছাড়াও  গুগোল অ্যাডসেন্স  নিচের স্ক্রীনশটে মার্ক করা  সবগুলো সার্ভিস এক ক্লিকের মাধ্যমে খুব সহজেই চালু করতে পারব।  তবে হ্যাঁ মনে রাখবেন গুগল এডসেন্স কিন্তু টেক্সট ভিত্তিক কনটেন্ট এর উপর বেশি নির্ভরশীল। তাই চেষ্টা করবেন কমপক্ষে ১৫/১৬  টা  ৭০০ প্লাস  শব্দের পোস্ট করার অ্যাডসেন্সে আপিল করা।


সাইট কিট এর সুবিধা সমূহ

  • সাইট কিটের ব্যবহার খুব সহজ
  • সার্কিট ব্যবহার করলে  কোড এর কোনো ঝামেলা থাকে না
  • খুবই অল্প সময়ের মধ্যেই গুগলের সব সেবা চালু করা যায়
  • একটি প্লাগিন এর মধ্যেই গুগলের সব সেবা একত্রে পাওয়া যায়


সাইট কিট এর  অসুবিধা সমূহ

আজ অব্দি সাইট কিটের কোন অসুবিধা আমি লক্ষ্য করিনি।  তবে ভবিষ্যতে যদি কখনও লক্ষ্য করি তখন পোস্ট আপডেট করে দিব।

আজকের পোস্ট টা এখানেই শেষ করছি।  আশাকরি Site Kit নিয়ে লেখা পোষ্ট টি আপনার অনেক কাজে আসবে।  নিত্যনতুন  এমন তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন।  ধন্যবাদ,  দেখা হবে নেক্সট ব্লগে। 

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য