OPPO Mobile Price 2021 - ওপ্পো আপডেট প্রাইস ২০২১

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্রান্ড গুলোর মধ্যে OPPO একটি। এক সময়ের ক্যামেরা ফোন নামে পরিচিত OPPO এখন সব দিক থেকে এগিয়ে। ক্যামেরার পাশাপাশি ব্যাটারি, পারফরমেন্স, গেমিং, ডিসপ্লে সহ সব সেকশনে OPPO এখন অনেক টা এগিয়ে গেছে। ইভেন রিসেন্টলি OPPO বাজারে অনেক ফ্লাগশিপ ও ফ্লাগশিপ কিলার নিয়ে এসেছে। আজকের এই আর্টিকেলে আমি OPPO Mobile Price সম্পর্কে আলোচনা করবো। কথা না বারিয়ে তাহলে চলুন শুরু করি।

আজকের আর্টিকেলে যে মোবাইল গুলোর দাম জানাবো

  • OPPO A12
  • OPPO A15
  • OPPO A15s
  • OPPO A53

OPPO A12

OPPO Mobile Price

৳9,990 3/32 GB

দেশের বাজারে ব্লু এবং ব্লাক এই দুই ভেরিয়েন্ট এ OPPO A12 পাওয়া যাবে। বাজেট অনুযায়ী ফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম এবং সিম্পল। OPPO A12 ফোনটির বিল্ড কোয়ালিটি প্লাস্টিক। তবে এর সাথে তাকছে ম্যাট ফিনিশ এবং থ্রিডি গ্লোয়িং ইফেক্ট যা ফোনটির চাকচিক্য অনেক অংশে বাড়িয়ে দেয়। অভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি বেশ শক্ত পোক্ত এবং আকর্ষণীয়।

A12 এর ব্যাক সাইডে থাকছে ডুয়েল(১৩+২) ক্যামেরা সেট আপ। এর পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ এবং এর একটু নিচেই থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক সিস্টেমও থাকছে। নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, লাউডস্পিকা, 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং মাইক্রোফোন। OPPO A12 এর বাম দিকে থাকছে ভলিউম বাটন এবং সিম ট্রে, যেখানে ২ টি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যাবে। ডান দিকে থাকছে পাওয়ার বাটন। 

৬.২২ ইঞ্চি  আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর ফোনটিতে। ডিসপ্লে রেজুলেশন 720 x 1520 পিক্সেল। এই বিশাল ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে থাকছে কর্ণিং গরিলা গ্লাস থ্রি। 

ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৪২৩০ mAh এর নন রিমুভাল লিথিয়াম আয়ন ব্যাটারি। থাকছে  না কোন ফাস্ট চার্জিং বা ওয়্যারলেস চার্জিং।  

OPPO A12- এ ৩ ও ৪ জিবি র‌্যাম, অক্টা কোর((4x2.35 GHz Cortex-A53 & 4x1.8 GHz Cortex-A53)) সিপিইউ এবং PowerVR GE8320 জিপিইউ রয়েছে। এটি Mediatek MT6765 Helio P35 (12nm) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি IP68 সাপোর্টেড না এবং স্টোরেজে থাকছে ৩২ জিবি এবং ৬৪ জিবি দুটি ভিন্ন ভ্যারিয়েন্ট।

OPPO এর এই ডিভাইসটি বাজেট ফ্রেন্ডলি এবং অনলাইন ক্লাস ও ভিডিও স্ট্রিমিং এর জন্য পারফেক্ট। 

OPPO A15

OPPO Mobile Price

৳9,990 2/32 GB 

৳11,990 3/32 GB

প্রথম দেখায় OPPO A15 দেখতে গর্জিয়াস। ফোনটির ব্যাক প্যানেল ডিজাইন করা হয়েছে সিঙ্গেল টনের গ্লসি ফিনিশ দিয়ে। কোন প্রকার  রিফ্লেক্টিভ প্যাটার্ন  ব্যবহার করা হয়নি। OPPO A15 এর  বডি এবং ফ্রেম পলিকার্বনেট বিল্ড। প্লাস্টিক এর মান অপ্পো এ সিরিজের অন্যান্য ডিভাইস গুলোর মতই মোটামুটি

ফোনটির রেয়ারে থাকছে একটি বর্গাকার ক্যামেরা বাম্প। এখানে থাকছে ত্রিপল(১৩+২+২) ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ। এর ঠিক একটু নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডান দিকে থাকছে ভলিয়ম রকার এবং পাওয়ার বাটন। নিচে থাকছে ৩.৫ মিলিমিটার ইয়ারফো ন জ্যাক, চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পীকার। বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে একসাথে ২ টি সিম ও একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। 

৬.৫২ ইঞ্চি  আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর ফোনটিতে। ডিসপ্লে রেজুলেশন 720 x 1520 পিক্সেল। ডিসপ্লেতে প্রোটেকশন সম্পর্কে সঠিক কোন ধারণা পাওয়া যায় নি।

ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৪২৩০ mAh এর নন রিমুভাল লিথিয়াম আয়ন ব্যাটারি। OPPO এর এই ডিভাইস টি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবে থাকছে  না  ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। 

দেশের বাজারে OPPO A15 ২ জিবি ৩২ জিবি এবং ৩ জিবি ৩২ জিবি এই দুটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। এছাড়াও ডিভাইস টিতে থাকছে অক্টা কোর (4x2.35 GHz Cortex-A53 & 4x1.8 GHz Cortex-A53) সিপিইউ এবং PowerVR GE8320 জিপিইউ। এটি Mediatek MT6765 Helio P35 (12nm) চিপসেট দ্বারা চালিত।  ডিভাইসটি IP68 সাপোর্টেড না।

এটি OPPO এর আর একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস যা অনলাইন ক্লাস ও ভিডিও স্ট্রিমিং এর জন্য পারফেক্ট। 

OPPO A15s

OPPO Mobile Price

৳13,990 4/64 GB

১৫ হাজর টাকার মধ্যে যারা একটু স্টাইলিশ, গুড লুকিং ফোন খুজছেন এই ফোনটি তাদের জন্য। দেশের বাজেরে এই ফোনটির একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। মোবাইলটির বডি এবং রেয়ার প্যানেল উভয়েই প্লাস্টিকে তৈরি। তবে ফোনটি দেখতে একদম গ্লাস বডির মনে হয়।

A15s এর ব্যাক সাইডে থাকছে ক্যামেরা ত্রিপল(১৩+২+২) ক্যামেরা সেট আপ। এর পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ এবং একটু নিচেই থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক সিস্টেম ও আছে ডিভাইসটিতে। নিচের দিকে থাকছে ৩.৫ মিমি ইয়ারফোন জ্যাক, চার্জিং পোর্ট, সেকেন্ডারী মাইক্রোফোন এবং স্পীকার। ডান দিকে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে। যেখানে এক সাথে দুটো সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে।

৬.৫২ ইঞ্চি  আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর ফোনটিতে। ডিসপ্লে রেজুলেশন 720 x 1600 পিক্সেল। ডিসপ্লেতে প্রোটেকশন সম্পর্কে সঠিক কোন ধারণা পাওয়া যায় নি।

ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৪২৩০ mAh এর নন রিমুভাল লিথিয়াম আয়ন ব্যাটারি। OPPO এর এই ডিভাইস টি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবে থাকছে  না  ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। 

দেশের বাজারে OPPO A15 ৪ জিবি ৬৪ জিবি এই একটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। এছাড়াও ডিভাইস টিতে থাকছে অক্টা কোর (4x2.35 GHz Cortex-A53 & 4x1.8 GHz Cortex-A53) সিপিইউ এবং PowerVR GE8320 জিপিইউ। এটি Mediatek MT6765 Helio P35 (12nm) চিপসেট দ্বারা চালিত।  ডিভাইসটি IP68 সাপোর্টেড না।

এটি OPPO এর আর একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস যা অনলাইন ক্লাস ও ভিডিও স্ট্রিমিং এর জন্য পারফেক্ট। 

OPPO A53

OPPO Mobile Price

৳16,990 6/128 GB

এটি একটি প্লাস্টিক বিল্ড ডিভাইস। কার্ভ রেয়ার প্যানেলে ইম্পিলিমেন্ট করা হয়েছে গ্লসি ফিনিশ, যা ফোনটির লুক আরও আকর্ষণীয় করে তোলে। অভারঅল ফোনটি হাতে নিলে বেশ ভালোই লাগে। ফোনটির ওজন ১৮৬ গ্রাম এবং থিকনেস ৮.৪ মিলিমিটার। তবে ব্যাকসাইডে প্রচুর পরিমানে স্ক্যাচ পরে।

A15s এর ব্যাক সাইডে থাকছে ক্যামেরা ত্রিপল(১৩+২+২) ক্যামেরা সেট আপ। এর পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ এবং একটু নিচেই থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক সিস্টেম ও আছে ডিভাইসটিতে। নিচের দিকে থাকছে ৩.৫ মিমি ইয়ারফোন জ্যাক, চার্জিং পোর্ট, সেকেন্ডারী মাইক্রোফোন এবং স্পীকার। ডান দিকে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে। যেখানে এক সাথে দুটো সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও A53 তে থাকছে স্টিরিও স্পীকার। 

৬.৫০ ইঞ্চি  আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস, ৯০ হার্জ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর ফোনটিতে। ডিসপ্লে রেজুলেশন 720 x 1600 পিক্সেল। ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে থাকছে কর্ণিং গরিলা গ্লাস থ্রি। 

ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh এর নন রিমুভাল লিথিয়াম আয়ন ব্যাটারি। OPPO এর এই ডিভাইস টি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবে থাকছে  না ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। 

দেশের বাজারে OPPO A53 ৪ জিবি ৬৪ জিবি, ৪ জিবি ১২৮ জিবি, এবং ৬ জিবি ১২৮ জিবি, এই তিনটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। এছাড়াও ডিভাইস টিতে থাকছে অক্টা কোর (4x1.8 GHz Kryo 240 & 4x1.6 GHz Kryo 240) সিপিইউ এবং Adreno 610 জিপিইউ। এটি Qualcomm SM4250 Snapdragon 460 (11 nm) চিপসেট দ্বারা চালিত।  ডিভাইসটি IP68 সাপোর্টেড না।

এটি OPPO এর আর একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস যা অনলাইন ক্লাস ও ভিডিও স্ট্রিমিং এর জন্য পারফেক্ট। 

আশাকরি OPPO Mobile Price নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। নিত্য নতুন তথ্য জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। 

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য