মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কিছু গুরুত্বপূর্ণ সেক্টর

ফ্রিল্যান্সিং, বর্তমান সময়ে একটি জনপ্রিয় সেক্টর।  বিশ্বের মোটা এর একটা বড় অংশ আসে ফ্রিল্যান্সারদের কাছ থেকে। গতবছরের তথ্য অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রায় ১০ কোটি ডলার ইনকাম করে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা চাকরি করতে চাই না  বা অন্যের অধীনস্থ কাজ করতে চাই না, ফ্রিল্যান্সিং করতে চাই।  কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ না থাকার কারণে আমরা আমাদের  ইচ্ছাটি পূরণ করতে পারিনা। আজকের পোস্টটি আপনাদের জন্য যারা  কম্পিউটার বা ল্যাপটপ এর অভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারছেন না মা মোবাইলে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন। আজকের এই ব্লগে আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় এমন কিছু সেক্টর সম্পর্কে আলোচনা করব। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

মোবাইলে ফ্রিল্যান্সিং

ইউটিউব

বর্তমান সময়ে অনেকেই ইউটিউব থেকে  ফ্রীল্যান্সিং শুরু করছে। ইউটিউবে কাজ করার জন্য আপনার কোন ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন পড়বে না। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কাজ শুরু করতে পারবেন। মোবাইল দিয়ে  স্কিন রেকর্ড এর মাধ্যমে আপনি বিভিন্ন টিপস-এন্ড-ট্রিকস এর  টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও স্মার্টফোনের কাইন মাস্টার  অ্যাপস এর মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিট করা যাবে। 

ব্লগিং

ব্লগিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সেক্টর। প্রতিনিয়ত ব্লগার এর সংখ্যা বেড়েই চলেছে। একজন ব্লগার হিসেবে আমি 100 ভাগ নিশ্চয়তা দিতে পারছি যে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে  সফল ব্লগার হতে পারবেন। ব্লগিং করতে মূলত  লেখালেখির প্রয়োজন হয়।  আপনার স্মার্টফোন এর মাধ্যমে খুব সহজেই টাইপের কাজটা করে নিতে পারবেন।  আর ফিচার ইমেজ এর জন্য পিকসার্ট বা  অন্য যে কোন ফটো এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারবেন। 

শাটেরস্টক

অনলাইন মার্কেটপ্লেসে মধ্যে শাটারস্টক অন্যতম। শাটেরস্টক এর মাধ্যমে তুমি খুব সহজেই আপনার স্মার্ট ফোন দিয়ে তোলা ছবি বিক্রি করে ভালো ধরনের ইনকাম করতে পারবেন।  শাটেরস্টক বিভিন্ন ছবি এবং  ভিডিও ফুটেজ বিক্রি করে থাকে।  তবে এক্ষেত্রে আপনাকে বেশকিছুদিন লেগে থাকতে হবে এবং ডিমান্ড বুঝে সে  অনুযায়ী মার্কেটপ্লেসে ছবি দিতে হবে।  বিভিন্ন ট্রেনড,  উৎসব এসবের ডিমান্ডএই মার্কেটপ্লেসে বেশি।  এছাড়া শাটেরস্টক এই বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন সেল হয়।   আপনি ডিজাইনার হলে শাটারস্টক মার্কেটপ্লেসে কাজ করতে পারেন।

এডোবি স্ট্রোক

এডোবি স্ট্রোক অ্যাডোবির একটি মাইক্রো বিজনেস সাইট। শাটারস্টক এর মতই এই মার্কেটপ্লেসে ও আপনি আপনার স্মার্ট ফোন দিয়ে তোলা ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন। এ মার্কেটপ্লেসটিও অনেক জনপ্রিয়। বর্তমান সময়ের শাটেরস্টক এর পরেই এই মার্কেটপ্লেস টি রয়েছে। 

গ্রাফিক্স ডিজাইন

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক্স ডিজাইন শব্দটির দেখে হয়তো অনেকে আশ্চর্য হয়েছেন।  হ্যাঁ ভাই আপনি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করতে পারবেন। বর্তমান সময়ে বেশ কিছু অ্যানড্রয়েড অ্যাপস যেমন  পিক্সেল ল্যাব, পিকসার্ট এর পাশাপাশি অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলোতে খুব সহজেই বিভিন্ন কোম্পানির লোগো, ব্যানার, লিফলেট সহ বেশকিছু গ্রাফিক্সের কাজ করা যায়। 

ভিডিও এডিটিং

বর্তমান সময়ে ইউটিউবে জনপ্রিয় ট্রেন্ড এর মধ্যে  অন্যতম লাভ স্টোরি ভিডিও। কাইনমাস্টার এবং পিক্সেল ল্যা অ্যাপস এর মাধ্যমে  খুব সহজেই লাভ স্টোরি ভিডিও তৈরি করা যায়। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য বর্তমানে এটি একটি জনপ্রিয় সেক্টর।  আশেপাশে একটু খুঁজলেই এমন কাজ অনেক পাওয়া যায়। আমি নিজেও এই কাজটি করে নেই।

সোশ্যাল মিডিয়া ম্যানেজার

আমরা অনেক সময় কোনো পণ্য কেনার আগে  সেই দোকানের ফেসবুক পেজে মেসেজ দিয়ে  পণ্যটি সম্পর্কে নানা তথ্য জানতে চাই। অধিকাংশ সময়ই মেসেজ করার সঙ্গে সঙ্গেই আমরা কাঙ্ক্ষিত রিপ্লাই পেয়ে যাই। এই রিপ্লেটি কে করে? হ্যাঁ ভাই এই রিপ্লাইগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার করে।  আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন।

কনটেন্ট রাইটিং

লেখালেখি ভালো পারেন, তাহলে আর দেরি কিসের এখনই লিখতে বসে পড়ুন। বর্তমান সময়ে কনটেন্টের অনেক চাহিদা রয়েছে। আমি ব্লগার কে দেখেছি যারা 1000 শব্দের একটি কন্টেন্টের জন্য 1000 টাকা দিয়ে থাকে। আপনার মাথায় আইডিয়া এবং লেখালেখির ইচ্ছে থাকলে আদি শুরু করতে পারেন।

আশাকরি আপনাদের ভাল লেগেছে এবং যারা মোবাইলে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের অনেক কাজে লাগবে। আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য