Tuesday, 29 June 2021

OPPO Mobile Price 2021 - ওপ্পো আপডেট প্রাইস ২০২১

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্রান্ড গুলোর মধ্যে OPPO একটি। এক সময়ের ক্যামেরা ফোন নামে পরিচিত OPPO এখন সব দিক থেকে এগিয়ে। ক্যামেরার পাশাপাশি ব্যাটারি, পারফরমেন্স, গেমিং, ডিসপ্লে সহ সব সেকশনে OPPO এখন অনেক টা এগিয়ে গেছে। ইভেন রিসেন্টলি OPPO বাজারে অনেক ফ্লাগশিপ ও ফ্লাগশিপ কিলার নিয়ে এসেছে। আজকের এই আর্টিকেলে আমি OPPO Mobile Price সম্পর্কে আলোচনা করবো। কথা না বারিয়ে তাহলে চলুন শুরু করি।

আজকের আর্টিকেলে যে মোবাইল গুলোর দাম জানাবো

  • OPPO A12
  • OPPO A15
  • OPPO A15s
  • OPPO A53

OPPO A12

OPPO Mobile Price

৳9,990 3/32 GB

দেশের বাজারে ব্লু এবং ব্লাক এই দুই ভেরিয়েন্ট এ OPPO A12 পাওয়া যাবে। বাজেট অনুযায়ী ফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম এবং সিম্পল। OPPO A12 ফোনটির বিল্ড কোয়ালিটি প্লাস্টিক। তবে এর সাথে তাকছে ম্যাট ফিনিশ এবং থ্রিডি গ্লোয়িং ইফেক্ট যা ফোনটির চাকচিক্য অনেক অংশে বাড়িয়ে দেয়। অভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি বেশ শক্ত পোক্ত এবং আকর্ষণীয়।

A12 এর ব্যাক সাইডে থাকছে ডুয়েল(১৩+২) ক্যামেরা সেট আপ। এর পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ এবং এর একটু নিচেই থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক সিস্টেমও থাকছে। নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, লাউডস্পিকা, 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং মাইক্রোফোন। OPPO A12 এর বাম দিকে থাকছে ভলিউম বাটন এবং সিম ট্রে, যেখানে ২ টি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যাবে। ডান দিকে থাকছে পাওয়ার বাটন। 

৬.২২ ইঞ্চি  আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর ফোনটিতে। ডিসপ্লে রেজুলেশন 720 x 1520 পিক্সেল। এই বিশাল ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে থাকছে কর্ণিং গরিলা গ্লাস থ্রি। 

ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৪২৩০ mAh এর নন রিমুভাল লিথিয়াম আয়ন ব্যাটারি। থাকছে  না কোন ফাস্ট চার্জিং বা ওয়্যারলেস চার্জিং।  

OPPO A12- এ ৩ ও ৪ জিবি র‌্যাম, অক্টা কোর((4x2.35 GHz Cortex-A53 & 4x1.8 GHz Cortex-A53)) সিপিইউ এবং PowerVR GE8320 জিপিইউ রয়েছে। এটি Mediatek MT6765 Helio P35 (12nm) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি IP68 সাপোর্টেড না এবং স্টোরেজে থাকছে ৩২ জিবি এবং ৬৪ জিবি দুটি ভিন্ন ভ্যারিয়েন্ট।

OPPO এর এই ডিভাইসটি বাজেট ফ্রেন্ডলি এবং অনলাইন ক্লাস ও ভিডিও স্ট্রিমিং এর জন্য পারফেক্ট। 

OPPO A15

OPPO Mobile Price

৳9,990 2/32 GB 

৳11,990 3/32 GB

প্রথম দেখায় OPPO A15 দেখতে গর্জিয়াস। ফোনটির ব্যাক প্যানেল ডিজাইন করা হয়েছে সিঙ্গেল টনের গ্লসি ফিনিশ দিয়ে। কোন প্রকার  রিফ্লেক্টিভ প্যাটার্ন  ব্যবহার করা হয়নি। OPPO A15 এর  বডি এবং ফ্রেম পলিকার্বনেট বিল্ড। প্লাস্টিক এর মান অপ্পো এ সিরিজের অন্যান্য ডিভাইস গুলোর মতই মোটামুটি

ফোনটির রেয়ারে থাকছে একটি বর্গাকার ক্যামেরা বাম্প। এখানে থাকছে ত্রিপল(১৩+২+২) ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ। এর ঠিক একটু নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডান দিকে থাকছে ভলিয়ম রকার এবং পাওয়ার বাটন। নিচে থাকছে ৩.৫ মিলিমিটার ইয়ারফো ন জ্যাক, চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পীকার। বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে একসাথে ২ টি সিম ও একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। 

৬.৫২ ইঞ্চি  আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর ফোনটিতে। ডিসপ্লে রেজুলেশন 720 x 1520 পিক্সেল। ডিসপ্লেতে প্রোটেকশন সম্পর্কে সঠিক কোন ধারণা পাওয়া যায় নি।

ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৪২৩০ mAh এর নন রিমুভাল লিথিয়াম আয়ন ব্যাটারি। OPPO এর এই ডিভাইস টি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবে থাকছে  না  ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। 

দেশের বাজারে OPPO A15 ২ জিবি ৩২ জিবি এবং ৩ জিবি ৩২ জিবি এই দুটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। এছাড়াও ডিভাইস টিতে থাকছে অক্টা কোর (4x2.35 GHz Cortex-A53 & 4x1.8 GHz Cortex-A53) সিপিইউ এবং PowerVR GE8320 জিপিইউ। এটি Mediatek MT6765 Helio P35 (12nm) চিপসেট দ্বারা চালিত।  ডিভাইসটি IP68 সাপোর্টেড না।

এটি OPPO এর আর একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস যা অনলাইন ক্লাস ও ভিডিও স্ট্রিমিং এর জন্য পারফেক্ট। 

OPPO A15s

OPPO Mobile Price

৳13,990 4/64 GB

১৫ হাজর টাকার মধ্যে যারা একটু স্টাইলিশ, গুড লুকিং ফোন খুজছেন এই ফোনটি তাদের জন্য। দেশের বাজেরে এই ফোনটির একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। মোবাইলটির বডি এবং রেয়ার প্যানেল উভয়েই প্লাস্টিকে তৈরি। তবে ফোনটি দেখতে একদম গ্লাস বডির মনে হয়।

A15s এর ব্যাক সাইডে থাকছে ক্যামেরা ত্রিপল(১৩+২+২) ক্যামেরা সেট আপ। এর পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ এবং একটু নিচেই থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক সিস্টেম ও আছে ডিভাইসটিতে। নিচের দিকে থাকছে ৩.৫ মিমি ইয়ারফোন জ্যাক, চার্জিং পোর্ট, সেকেন্ডারী মাইক্রোফোন এবং স্পীকার। ডান দিকে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে। যেখানে এক সাথে দুটো সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে।

৬.৫২ ইঞ্চি  আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর ফোনটিতে। ডিসপ্লে রেজুলেশন 720 x 1600 পিক্সেল। ডিসপ্লেতে প্রোটেকশন সম্পর্কে সঠিক কোন ধারণা পাওয়া যায় নি।

ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৪২৩০ mAh এর নন রিমুভাল লিথিয়াম আয়ন ব্যাটারি। OPPO এর এই ডিভাইস টি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবে থাকছে  না  ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। 

দেশের বাজারে OPPO A15 ৪ জিবি ৬৪ জিবি এই একটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। এছাড়াও ডিভাইস টিতে থাকছে অক্টা কোর (4x2.35 GHz Cortex-A53 & 4x1.8 GHz Cortex-A53) সিপিইউ এবং PowerVR GE8320 জিপিইউ। এটি Mediatek MT6765 Helio P35 (12nm) চিপসেট দ্বারা চালিত।  ডিভাইসটি IP68 সাপোর্টেড না।

এটি OPPO এর আর একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস যা অনলাইন ক্লাস ও ভিডিও স্ট্রিমিং এর জন্য পারফেক্ট। 

OPPO A53

OPPO Mobile Price

৳16,990 6/128 GB

এটি একটি প্লাস্টিক বিল্ড ডিভাইস। কার্ভ রেয়ার প্যানেলে ইম্পিলিমেন্ট করা হয়েছে গ্লসি ফিনিশ, যা ফোনটির লুক আরও আকর্ষণীয় করে তোলে। অভারঅল ফোনটি হাতে নিলে বেশ ভালোই লাগে। ফোনটির ওজন ১৮৬ গ্রাম এবং থিকনেস ৮.৪ মিলিমিটার। তবে ব্যাকসাইডে প্রচুর পরিমানে স্ক্যাচ পরে।

A15s এর ব্যাক সাইডে থাকছে ক্যামেরা ত্রিপল(১৩+২+২) ক্যামেরা সেট আপ। এর পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ এবং একটু নিচেই থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক সিস্টেম ও আছে ডিভাইসটিতে। নিচের দিকে থাকছে ৩.৫ মিমি ইয়ারফোন জ্যাক, চার্জিং পোর্ট, সেকেন্ডারী মাইক্রোফোন এবং স্পীকার। ডান দিকে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে। যেখানে এক সাথে দুটো সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও A53 তে থাকছে স্টিরিও স্পীকার। 

৬.৫০ ইঞ্চি  আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস, ৯০ হার্জ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর ফোনটিতে। ডিসপ্লে রেজুলেশন 720 x 1600 পিক্সেল। ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে থাকছে কর্ণিং গরিলা গ্লাস থ্রি। 

ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh এর নন রিমুভাল লিথিয়াম আয়ন ব্যাটারি। OPPO এর এই ডিভাইস টি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে তবে থাকছে  না ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। 

দেশের বাজারে OPPO A53 ৪ জিবি ৬৪ জিবি, ৪ জিবি ১২৮ জিবি, এবং ৬ জিবি ১২৮ জিবি, এই তিনটি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। এছাড়াও ডিভাইস টিতে থাকছে অক্টা কোর (4x1.8 GHz Kryo 240 & 4x1.6 GHz Kryo 240) সিপিইউ এবং Adreno 610 জিপিইউ। এটি Qualcomm SM4250 Snapdragon 460 (11 nm) চিপসেট দ্বারা চালিত।  ডিভাইসটি IP68 সাপোর্টেড না।

এটি OPPO এর আর একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস যা অনলাইন ক্লাস ও ভিডিও স্ট্রিমিং এর জন্য পারফেক্ট। 

আশাকরি OPPO Mobile Price নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। নিত্য নতুন তথ্য জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। 

Friday, 25 June 2021

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য

আপনারা জানেন প্রত্যেকটা দেশেরই একটা আলাদা বিশেষত্ব আছে। আর প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে। তবে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলো তাদের অদ্ভুত অদ্ভুত সব কাজের জন্য আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সেসব দেশের মধ্যে একটি দেশ ব্রাজিল। এই দেশ যত বড় এখানকার পুরুষের মহিলারাও তেমনি কিছু বড় বড় কর্মকাণ্ড করে দেখিয়েছে। এগুলো আবার যেনতেন কোন কর্মকান্ড নয় বরং এগুলো একটা অন্য লেভেলের এই কর্মকাণ্ড। তাই আজকের এই আর্টিকেলে ব্রাজিল দেশের কিছু অদ্ভুত কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখার কিংবা শোনার পর আপনাদের মাথা পুরোপুরি ঘুরে যাবে।

সমকামিতা

ব্রাজিলে বড় বড় লোকদের বাস। সেখানকার মানুষেরা বড় বড় চিন্তাধারার মানুষ। তারা কোন ভেদাভেদ করে না। আর এখানকার সরকার ও বিদ্রোহীদের পুরোপুরি বিরোধিতা। করে আর এই জন্যই হয়তো বা ব্রাজিলের সরকার সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমকামিতাকে আইনিভাবে উন্মুক্ত করে দিয়েছে। এখানে কোন মেয়ের সাথে কোন মেয়ের অথবা কোন ছেলের সাথে কোন ছেলের বিয়েতে এটা খুবই সাধারন বিষয়। তবে এই জিনিসটাই যদি আমাদের এশিয়ার কোন লোক দেখে ফেলে তাহলে তাদের চোখ পুরোপুরি ছানাবড়া হয়ে যাবে। 

জেন্ডার চেঞ্জ

বন্ধুরা ব্রাজিলের বেশিরভাগ লোকেরই তাদের জেন্ডার চেঞ্জ করে থাকে। আর তাই এই বিষয়টা মাথায় রেখে এখানকার সরকার একটা অদ্ভুত আইন জারি করে দিয়েছে। ২০০৮ সালের পর থেকে যতগুলো জেন্ডার চেঞ্জ করা হয়েছে সবগুলোর খরচে ব্রাজিলের সরকার বহন করেছে। আর পরবর্তীতে জেন্ডার চেঞ্জের জন্য যত টাকা খরচ হবে সেটাও ব্রাজিলের সরকারি বহন করবে। এই ব্যাপারে ব্রাজিল সরকার জানিয়েছে যে মানুষ গরিব কে বড়লোক হোক সবার ইচ্ছা পূরণ করার অধিকার থাকা উচিত। আর এই কারণে যদি কোন ছেলে মেয়ে হতে চাই বা মেয়ের ছেলে হতে চায় তাহলে অবশ্যই হবে। টাকা ব্রাজিল সরকার দেবে। কি আর বলব বন্ধুরা ব্রাজিলে তো সবই।  

আরও দেখুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কিছু গুরুত্বপূর্ণ সেক্টর

মহিশে চড়ে অপরাধীদেরকে ধরা 

আপনারা হয়তো অনেকেই জানেন যে অ্যামাজনের পুরো ৬০% জঙ্গল ব্রাজিলের অংশে রয়েছে। তবে হয়তো আপনারা অনেকেই জানেন না যে জঙ্গলের কাছে যেসব বসতি গড়ে উঠেছে সেখানে যদি কোন অপরাধ সংঘটিত হয় তাহলে সেটা তদন্ত করার জন্য ব্রাজিলের পুলিশ মহিশে চড়ে সেখানে যায়। আর এই ব্যাপারে ব্রাজিলের পুলিশ জানিয়েছে যে আমাজন জঙ্গল অনেক বিপদজনক পশু রয়েছে। এই কারণে তাদের সাথে মোকাবেলা এবং তাদের সঙ্গে বাঁচার জন্যই তারা মহিশে চড়ে সেখানে অপরাধীদেরকে ধরতে যায়।

অ্যামাজন জঙ্গল বিপদজনক ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর অ্যানাকোন্ডা ও আছে।  আর এইসব কথা মাথায় রেখেই ওখানকার প্রশাসন এমন একটা অদ্ভুত নিয়ম বানিয়েছে।

নবজাতক শিশুকে দুধ পান না  করা 

ব্রাজিলে যখন কোন মহিলা কোন নবজাতক শিশুকে জন্ম দেয় তখন থেকে দুধ পান করায় না। কেন দুধ পান করায় না সেটাও একটু শুনুন, আসলে এখনকার মহিলাদের কথা হলো শিশুকে দুধ খাওয়াওলে তাদের সুন্দর ফিগার নষ্ট হয়ে যাবে আর তাদের শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর এই কারণেই তারা এমন করে। যেসব নবজাতক শিশুরা মায়ের দুধ খেতে পারে না তাদের জন্য ব্রাজিল সরকার অন্য মেয়েদের দুধের ব্যবস্থা করে দেয়। সত্যি অসাধারণ ব্যাপার, ব্রাজিল সরকার দেখি সবার জন্য সুবিধা রেখেছে। 

পশুর সঙ্গে সঙ্গম

ব্রাজিলের ৩৫ শতাংশ পুরুষ এবং মহিলারা পশুর সঙ্গে সঙ্গম করে থাকে। আপনার বিশ্বাস না হলে এই ব্যাপারে গুগলে সার্চ করে দেখতে পারেন। সেখানে আপনারা আরও বিস্তারিত ভাবে জানতে পারবেন।

রাস্তায় সাপ এর ঘোরাফেরা

ভারতের গলিতে যেমন আপনারা গরু মহিষ এবং রাস্তায় কুকুর দিয়ে চলাফেরা করতে দেখতে পাবেন তেমনি ব্রাজিলের রাস্তায় আপনারা খুব সহজেই সাপ দেখতে পাবেন। তাই ব্রাজিলের রাস্তায় যদি আপনারা বিশাল আকার অজগরকে চলতে দেখেন তাহলে সেটাকে খুব সাধারণ বিষয় মনে করবেন। কেননা খনকার লোকেরা এইসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে।

আরও দেখুনঃ Contact Us Page on Blogger - ব্লগারে যোগাযোগ পেজ তৈরী

কয়েদিদের দিয়ে সাইকেল চালানো ও বই পড়া

ব্রাজিলে কয়েদিদের দিয়ে সাইকেল চালানো হয়। আর সেই সাইকেল চালানোর সাহায্যে ওখানকার জেলের ম্যানেজমেন্ট বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। আর যে কয়েদি যত জোরে সাইকেল চালিয়ে অধিক বিদ্যুৎ উৎপন্ন করে এগিয়ে থাকে সে কয়দিন শাস্তির সময় ততটাই কমিয়ে দেয়া হয়। এছাড়া ওখানকার কয়েদিদের দিয়ে বই পরিয়ে রিপোর্টিং এর কাজ করানো হয় আর। যে কয়টি যত ভালো করে বই পড়ে ভাল ভাবে রিপোর্টিং করে সে কয়দিনে সেই মোতাবেক শাস্তি কমিয়ে দেয়া হয়ে থাকে। বলা হয়ে থাকে যে সম্পূর্ণ একটি বই পড়ে ফেলার জন্য একজন কয়দিন শাস্তির বয়স চারদিন করে কমিয়ে দেয়া হয়। এই কারণেই হয়তো ব্রাজিলে এত এত অপরাধ সংগঠিত হয় আর ব্রাজিলের প্রতি ১০ মিনিটে একটি করে খুন হয়। 

সবচেয়ে বড় চুরি 

পৃথিবীর সবচেয়ে বড় চুরি ২০০৫ সালের ৬ আগস্ট ব্রাজিলেই হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো এই চুরিটা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বড় চুরি রেকর্ড তৈরি করেছে। এর চুরি ১০ জন লোক মিলে করেছিল। এই চুরির জন্য ২৫৬ ফুট সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। চুরির অ্যামাউন্ট সেই সময় ১০ মিলিয়ন ডলারের সমান ছিল অর্থাৎ আজকে আমাদের ৫.৭ কোটি ৩৩ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা সমান। আর এইসব টাকা চোরেরা পাঁচটা বাক্সে ভরে ছিল। 

অবাধ চলাফেরা

পৃথিবীর সবচাইতে বেশি নোট বিচ ও আপনারা ব্রাজিলের দেখতে পাবেন। এখানে যে কোন মেয়েকে পোশাক ছাড়া খালি গায়ে দেখতে পাওয়াটা খুবই সাধারণ একটি বিষয়। এখানে শুধু মেয়েরানা পুরুষদের এখানে খালি গায়ে মেয়েদের সাথে মজা করে ঘুরতে দেখতে পাওয়াটা খুবই সাধারণ একটা ব্যাপার। 

ফুটবল প্রেম

ব্রাজিলের লোকরা ফুটবল ছাড়া অন্য কোন খেলাকে অতটা গুরুত্ব দেয় না। এখানকার লোকদের ফুটবল খেলার প্রতি একটু বেশি দুর্বলতা রয়েছে। বিশেষ করে এখানকার মেয়েদের। আর এই কারণে অনেকবারই ফিফা ওয়ার্ল্ডকাপ চলাকালীন সময়ে তাদের গাঁয়ের পোষাক ছুড়ে ফেলতেও দেখা গেছে। 

পুরুষত্ব প্রমাণ

ব্রাজিলের যখন কোন একটা ছেলে বড় হয় তখন তাকে একজন পুরুষ হওয়ার জন্য নিজের পুরুষত্ব প্রমাণ করতে ব্রাজিলের একটি অদ্ভুত প্রথা পালন করতে হয়। এই প্রথম অনুযায়ী ব্রাজিলের পুরুষেরা নিজের শরীরে বন্য পিপড়ার কামড় খাওয়ায়। প্রথমে জঙ্গলে গিয়ে অন্য বন্য পিপড়া গুলো খুজে আনে। এরপর পিঁপড়া ভরা ব্যাগ গুলোর মধ্যে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকে, এরপর তাদের যে ব্যথা অনুভূত হয় তা শুধু তারাই জানে। তবে এই ধরনের প্রথার প্রচলন ব্রাজিলের সর্বোত্র নেই। এটা শুধুমাত্র এখানকারে গ্রামীণ এলাকাগুলোতেই দেখতে পাওয়া যায়। 

আরও দেখুনঃ ক্লাউডফ্লেয়ার কী এবং এটি কেন ব্যবহার করা উচিত?

জাপানি লোক

ব্রাজিলের সবচাইতে বেশি জাপানি লোকেরা থাকে। অর্থাৎ জাপানের পরে সবচেয়ে বেশি জাপানি লোকেরা ব্রাজিলেই আছে। ব্রাজিল একটি আমেরিকান দেশ কিন্তু তা সত্ত্বেও এখানে বিভিন্ন জায়গায় আপনারা জাপানি লোকদেরকে দেখতে পাবেন। এখানে প্রায় ১.৫ মিলিয়ন জাপানি রয়েছে।

পোশাক স্বাধীনতা

ব্রাজিল পৃথিবীর একমাত্র একটি দেশ যে দেশে সেখানকার মেয়েরা সবচেয়ে ছোট এবং কম কাপড় পড়ে থাকে। অর্থৎ ছোট কাপড় পরার দিক থেকে এখানকার মেয়েরা প্রথম স্থানে রয়েছে।  

এলিয়েন গবেষণা

ব্রাজিলের গবেষকরা মনে করে থাকে অ্যামাজন জঙ্গলের যে ৬০ ভাগ জঙ্গল ব্রাজিলের অংশে রয়েছে সেখানে এলিয়েনরা আসে। যে কারণে ওই এলাকা দিয়ে সবসময় গবেষণা চলতেই থাকে। তবে এখনো গবেষকরা এ বিষয়ে তেমন কোনো প্রমাণ পায়নি।

এই ছিল ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য। আশা করছি আপনাদের সবার এই আর্টিকেল টি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী আর্টিকেলে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Saturday, 19 June 2021

Contact Us Page on Blogger - ব্লগারে যোগাযোগ পেজ তৈরী

Contact Us Page on Blogger

ওয়ার্ডপ্রেস এর পাশাপাশি গুগলের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্লগার বা ব্লগস্পটও অনেকটা জনপ্রিয়। প্লাগিন সুবিধা না থাকলেও এখনও অনেক ব্লগার ব্লগস্পট কে তাদের ওয়েবসাইট এর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবে ব্যবহার করে।

ওয়েবসাইট এর প্রয়োজনীয় পেজ গুলোর মধ্যে যোগাযোগ বা Contact Us পেজটি গুরুত্বপূর্ণ। ওয়ার্ডপ্রেসে Contact Form 7 প্লাগিন এর মাধ্যমে খুব সহজেই যোগাযোগ পেজ তৈরি করা গেলেও ব্লগার বা ব্লগস্পসে এটি একটু কঠিন। আজকের ব্লগে আমি দেখাবো কিভাবে ব্লগস্পটে যোগাযোগ বা Contact Us পেজ তৈরি করতে পারবেন খুব সহজে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

চাইলে পড়তে পারেনঃ ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস: কোনটি সবচেয়ে বেশি ভালো?

ব্লগার এ লগইন করে কাঙ্ক্ষিত ব্লগটি সেলেক্ট করবো, যে ব্লগটিতে আমরা যোগাযোগ বা Contact Us পেজ তৈরি করতে চাচ্ছি।

বাম দিকে থাকা মেনু বার এর পেজ এ ক্লিক করবো। এবং এড নিউ পেজে ক্লিক করে যোগাযোগ বা Contact Us পেজ নামে একটি পেজ তৈরি করবো।

এবার পেজটিতে ক্লিক করে উপরের দিকে থাকা মেনুবার থেকে HTML ভিউ এ ক্লিক করবো।

নিচে দেওয়া এইচ টি এম এল কোড টি কপি করে কন্টাক্ট আস পেজটিতে পেস্ট করে পাবলিশ করে দিবো।

<div id="custom_ContactUsFromForBlogSpotBlogger" class="widget ContactForm">
<div class="contact-form-widget">
<p>Please fill in the form below to get in touch with us.</p>
<div class="form">
<form name="contact-form">
<p></p>
Your Name
<br>
<input type="text" value="" size="30" name="name" id="ContactForm1_contact-form-name" class="contact-form-name">
<p></p>
Your Email
<span style="font-weight: bolder;">*</span>
<br>
<input type="text" value="" size="30" name="email" id="ContactForm1_contact-form-email" class="contact-form-email">
<p></p>
Your Message
<span style="font-weight: bolder;">*</span>
<br>
<textarea rows="5" name="email-message" id="ContactForm1_contact-form-email-message" cols="25" class="contact-form-email-message"></textarea>
<p></p>
<input type="button" value="Send" id="ContactForm1_contact-form-submit" class="contact-form-button contact-form-button-submit">
<p></p>
<div style="text-align: center; max-width: 222px; width: 100%">
<p id="ContactForm1_contact-form-error-message" class="contact-form-error-message"></p>
<p id="ContactForm1_contact-form-success-message" class="contact-form-success-message"></p>
</div>
</form>
</div>
</div>
<div class="clear"></div>
<span class="widget-item-control">
<span class="item-control blog-admin">
<a title="Edit" target="configContactForm1" onclick="return _WidgetManager._PopupConfig(document.getElementById("ContactForm1"));" href="//www.blogger.com/rearrange?blogID=84427382819377482&widgetType=ContactForm&widgetId=ContactForm1&action=editWidget&sectionId=sidebar-right-1" class="quickedit">
<img width="18" height="18" src="//img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png" alt="">
</a>
</span>
</span>
<div class="clear"></div>
</div>

পাবলিশ করলেই যোগাযোগ বা Contsct Us পেজ তৈরি হয়ে যাবে। কিন্তু এই পেজটি কাজ করবে না অর্থাৎ পেজটি থেকে কেউ মেসেজ বা যোগাযোগ এর চেষ্টা করলে সেই তথ্য মেইলে আসবে না। পেজটিকে সক্রিয় করতে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন।

চাইলে পড়তে পারেনঃ ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করার সেরা ১০ টি সুবিধা

ব্লগার এর মেনুবার থেকে Layout এ ক্লিক করবো। এবান Add a Gadget এ ক্লিক করে Contact Form সেলেক্ট করবো এবং সেভ দেয়ার আগে Show Contact Form এর টিক মার্ক তুলে দিবো। 

এর ফলে সাইটবারে কন্টাক্ট ফ্রম শো করবে না এবং তৈরি করা পেজটি কাজ করবে।

এভাবে খুব সহজেই ব্লগারে যোগাযোগ পেজ বা Contact Us পেজ তৈরি করা যাবে। আশাকরি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Friday, 18 June 2021

সেরা ১০ টি মোবাইল ভিপিএন - Top 10 best Mobile VPN

সেরা ১০ টি মোবাইল ভিপিএন - Top 10 best Mobile VPN


ভিপিএন এর পূর্ণরুপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। যা সরকারী বা পাব্লিক নেটওয়ার্ক ব্যবহার করার সময় সুরক্ষিত নেটওয়ার্ক সংযোগ স্থাপন তৈরি করে। ভিপিএন ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে এবং ব্যবহারকারীর অনলাইন পরিচয় হাইড করে রাখে। ভিপিএন অনলাইন এক্সপেরিয়েন্স কে অনেকটাই সুরক্ষিত করে রাখে যার ফলে থার্ড পার্টি কোন কিছুই ইইজার ইনফো ট্রাক করতে পারবে না।

ভিপিএন কিভাবে কাজ করে?

ভিপিএন হোস্ট দ্বারা চালিত বিশেষভাবে কনফিগার করা রিমোট সার্ভারের মাধ্যমে ভিপিএন নেটওয়ার্কে পুনঃনির্দেশের অনুমতি দিয়ে অরজিনাল আইপি এড্রেস হাইড করে। অর্থাৎ আপনি ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজিং করলে আপনার ডেটার উৎস হবে ভিপিএন। এর মানে, আপনার ইন্টারনেট পরিসেবা সরবরাহকারী (ISP) এবং অন্যান্য থার্ড পার্টি সোর্স জানতেই পারবে না আপনি কোন ওয়েবসাইট গুলো ভিজিট করেন বা কোন ডেটা অনলাইনে প্রেরণ বা গ্রহণ করেন। ভিপিএন ফিল্টারের মত কাজ করে। ফলশ্রুতিতে, আপনার ডেটা কেউ হাতে পেলেও সেটি ব্যবহার উপযোগী থাকে না।

আজকের এই আর্টিকেলে সেরা দশটি মোবাইল ভিপিএন নিয়ে আলোচনা করবো। যে ভিপিএন গুলো ব্যবহার করলে আপনাদের ইন্টারনেট সার্ফিং অনেক সুরক্ষিত হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

ExpressVPN

  • লাইটিং-স্ট্রিমিং গতি
  • বিশ্বব্যাপী 3,000 সার্ভার
  • AES 256-বিট এনক্রিপশন, স্বয়ংক্রিয় কিল সুইচ এবং ডিএনএস ফাঁস সুরক্ষা
  • 30 দিনের টাকা ফেরতের গ্যারান্টি
  • 5 একযোগে সংযোগ
  • এর সাথে কাজ করে: নেটফ্লিক্স, বিবিসি আইপ্লেয়ার, ডিজনি +, এইচবিও ম্যাক্স, ভুডু, হুলু এবং আরও অনেক কিছু
  • এর সাথে সামঞ্জস্যপূর্ণ: উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকস, ক্রোম, লিনাক্স, রাউটার, অ্যাপল টিভি এবং আরও অনেক কিছু

ExpressVPN একটি টপ লেভেলের ভিপিএন। এ ভিপিএন ৩০ দিন পর্যন্ত ম্যানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকে তাই কোন ধরণের সুবিধা ছাড়াই এই ভিপিএন টি ব্যবহার করতে পারবেন। আপনার ভালো না লাগলে আপনি ৩০ দিনের মধ্যে বাতিল করে আপনার টাকা ফেরত নিতে পারবেন।

ভিপিএনটিতে থাকছে ৯৪টি দেশের ৩ হাজারেরও অধিক সার্ভার, যা P2P শেয়ারিং দ্বারা অপটিমাইজড করা। ExpressVPN এর মাধ্যমে নেটফ্লিক্স, হুলু এর পাশাপাশি সকল জনপ্রিয় স্ট্রিমিং সাইট গুলো আনলক করতে পারবেন। এছাড়াও এর পাশাপাশি প্লে স্টোরে থাকা ইন্টারন্যাশনাল এপ্লিকেশন গুলোও আনলক করতে পারবেন।

আরও দেখুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কিছু গুরুত্বপূর্ণ সেক্টর

এক্সপ্রেসভিপিএন 256-বিট এনক্রিপশন, একটি কুইল সুইচ এবং ডিএনএস ফাঁস সুরক্ষা ব্যবহার করে। এটি নিশ্চিত করে যে আপনার ব্যক্তিগত তথ্য এবং ইন্টারনেট সংযোগ সুরক্ষিত।

ExpressVPN কি কি আনলক করতে পারে?

  • নেটফ্লিক্স, বিবিসি আইপ্লেয়ার, ডিজনি +, এইচবিও ম্যাক্স, ভুডু, হুলু সহ আরও অনেক কিছু।

টরেন্টে কাজ করে?

  • হ্যাঁ টরেন্টে কাজ করে।

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • উইন্ডোজ, ম্যাকোস, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ক্রোম এবং ফায়ারফক্স।

Hotspot Shield

  • প্রতিদিন 500MB ফ্রি ডেটা
  • উচ্চ গতির সার্ভারগুলি
  • সামরিক-গ্রেড এনক্রিপশন

হটস্পট শিল্ডটি প্রতিদিন 500MB ফ্রি ডেটা সরবরাহ করে। যা ইন্টারনেট ব্রাউজিং, ইমেল চেক সহ ৩০ মিনিট স্ট্যান্ডার্ড স্ট্রিম করার জন্য যথেষ্ট। সাইন আপ করার সময় ব্যাংক বা কার্ড ইনফো এর প্রয়োজন হয় না।

হটস্পট শিল্ড  256-বিট এনক্রিপশন ব্যবহার করে এবং একটি কঠোর নো-লগ পলিচি রাখে। ফ্রি ভার্সন টি বিজ্ঞাপন-সমর্থিত এবং দুটি সার্ভারের মধ্যে সীমাবদ্ধ।

প্রিমিয়াম ভার্সনে থাকছে সারা বিশ্বব্যাপী ৩ হাজারেরও অধিক সার্ভার। এতে আপনি ৭ দিন এর ফ্রি ট্রায়াল এবং ৪৫দিন পর্যন্ত ম্যানি ব্যাক গ্যারান্টি।

Hotspot Shield কি কি আনলক করতে পারে? 

  • হটস্পট শিল্ডের ফ্রি ভার্সন কোন স্ট্রিমিং সাইটগুলিকে আনলক করতে পারে না।

টরেন্টে কাজ করে?

  • হ্যাঁ টরেন্টে কাজ করে।

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • উইন্ডোজ, ম্যাকোস, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ক্রোম এবং ফায়ারফক্স।

Windscribe 

  • প্রতি মাসে 10 জিবি ফ্রি ডেটা
  • বিজ্ঞাপন এবং ম্যালওয়্যার ব্লকার
  • বিভক্ত টানেলিং

উইন্ডসক্রাইব প্রতি মাসে 10 জিবি ফ্রি ডেটা সরবরাহ করে।  এটি প্রতিদিন প্রায় 20 মিনিটের টিভি স্ট্রিম করার জন্য যথেষ্ট। সংস্থাকে টুইট করে আপনি প্রতিমাসে 5 জিবি বোনাস উপার্জন করতে পারবেন।

এটি সামরিক-গ্রেড এনক্রিপশন ব্যবহার করে। একটি কঠোর নো-লগ নীতি  এবং একটি বিল্ট-ইন  বিজ্ঞাপন এবং ম্যালওয়্যার ব্লকারও ব্যবহার করে।

আরও দেখুনঃ সেরা 10 টি ওয়েব সিরিজের তালিকা

অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপটি লাইট এবং সহজেই ব্যবহারযোগ্য। যা ডিভাইসের পারফরম্যান্স এ কোন ধরণের ইফেক্ট ফেলবে না।

এটি 10 ​​সার্ভার লোকেশনের মধ্যে সীমাবদ্ধ। যা আপগ্রেড করলে আপনাকে সীমাহীন ডেটা এবং এর স্ট্রিমিং-অনুকূলিত সার্ভার সহ 60 টি দেশের সার্ভারগুলিতে অ্যাক্সেস দেবে।

Windscribe কি কি আনলক করতে পারে? 

  • ইউএস নেটফ্লিক্স আনলক করতে সক্ষম তবে কেবল অর্থ প্রদান করা গ্রাহকদের জন্য।

টরেন্টে কাজ করে?

  • হ্যাঁ টরেন্টে কাজ করে।

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • উইন্ডোজ, ম্যাকোস, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ক্রোম এবং ফায়ারফক্স।

hide.me

  • সামরিক স্তরের সুরক্ষা বৈশিষ্ট্য
  • পি 2 পি-বান্ধব
  • উচ্চ গতির সংযোগ

hide.me প্রতিমাসে 2 জিবি ফ্রি ডেটা সরবরাহ করে। এটি স্ট্রিমিংয়ের জন্য যথেষ্ট নয় তবে আপনি যদি কেবল ওয়েবসাইটগুলি আনলক করতে এবং সুরক্ষিতভাবে ব্রাউজ করতে চান তবে এটি ঠিক আছে। অ্যাপটি সহজেই ব্যবহারযোগ্য।

এটি 256-বিট এনক্রিপশন এবং একটি স্বয়ংক্রিয় কিল সুইচ ব্যবহার করে। এছাড়াও hide.me একটি কঠোর নো-লগ পলিচি রাখে।

আরও দেখুনঃ Wi-Fi Internet এর সমস্যা সমাধানের ৪টি গুরুত্বপূর্ণ টিপস

এর স্টিলথ মোড আপনাকে ভিপিএনের সাথে সংযুক্ত না থাকলে কোন অ্যাপ্লিকেশনগুলি চলতে পারে তা চয়ন করতে দেয়। ভিপিএন টি অনিরাপদ অ্যাপগুলিকে প্রতিরোধ করতে সহায়তা করে। এছাড়া ও ভিপিএন টি তে থাকছে ৩০ দিন এর ম্যানি ব্যাক গ্যারান্টি।

hide.me কি কি আনলক করতে পারে? 

  • ইউটিউব, কোডি, স্পটিফাই
টরেন্টে কাজ করে?

  • হ্যাঁ টরেন্টে কাজ করে।

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাকস, আইওএস, লিনাক্স, ক্রোম, ফায়ারফক্স, উইন্ডোজ ফোন, অ্যামাজন ফায়ার ওএস। এছাড়াও রাউটার সামঞ্জস্যপূর্ণ।

PrivateVPN 

  • 7 দিনের বিনামূল্যে ট্রায়াল
  • সীমাহীন ডেটা এবং ব্যান্ডউইথ
  • 63+ সার্ভারের অবস্থানগুলিতে সম্পূর্ণ অ্যাক্সেস

প্রাইভেটভিপিএন হ'ল একটি প্রিমিয়াম ভিপিএন যা  আপনি 7 দিন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। চালু করার সময় পেমেন্ট ডিটেলস এর প্রয়োজন হয় না তাই ট্রায়াল শেষ হলে চার্জ কেটে নেয়ার ভয় নেই।

এটি 256-বিট এনক্রিপশন, একটি কিল সুইচ এবং ডিএনএস / আইপিভি 6 লিক সুরক্ষা ব্যবহার করে। প্রাইভেটভিপিএন একটি কঠোর নো-লগ পলিচি রাখে।

আরও দেখুনঃ 10 Most Useful Websites for Everyone

প্রাইভেটভিপিএন 63+ দেশে উচ্চ-গতির সার্ভার পরিচালনা করে । স্ট্রিমিং-অনুকূলিত সার্ভার রয়েছে যা নেটফ্লিক্স এবং সর্বাধিক শীর্ষ স্ট্রিমিং পরিষেবাগুলিকে আনলক করতে পারে।

এ ভিপিএন এ একটি অ্যাকাউন্টের সাথে একসাথে 6 টি ডিভাইস সংযোগ করা যাবে। সমস্ত সাবস্ক্রিপশন সহ 30 দিনের মানি-ব্যাক গ্যারান্টি থাকছে ভিপিএনটিতে।

PrivateVPN কি কি আনলক করতে পারে? 

  • নেটফ্লিক্স, হুলু, এইচবিও, হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও এবং বিবিসি আইপ্লেয়ার।

টরেন্টে কাজ করে?

  • হ্যাঁ টরেন্টে কাজ করে।

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • উইন্ডোজ, ম্যাকোস, অ্যান্ড্রয়েড এবং আইওএস।

TunnelBear 

  • মাসে 500MB ফ্রি ডেটা
  • বাইপাস ভিপিএন ব্লক এবং গভীর প্যাকেট পরিদর্শন
  • দ্রুত, ব্যবহারকারী-বান্ধব অ্যাপ্লিকেশন

টানেলবিয়ারের ফ্রি ভার্সনে মাসে 500MB ফ্রি ডেটা সরবরাহ করা হয়। যা কোনও টিভি শোয়ের একটি পর্ব স্ট্রিম করতে বা প্লে স্টোর থেকে একটি গেম ডাউনলোড করতে এটি যথেষ্ট।

এটি 256-বিট এনক্রিপশন ব্যবহার করে এবং নো লগ-পলিচি রাখে। এর  ঘোস্টবিয়ার মোড ভিপিএন ব্লক এবং গভীর প্যাকেট পরিদর্শনকে বাইপাস করতে পারে। আপনি যদি ইন্টারনেট নজরদারি এবং সেন্সরশিপ সহ কোনও অঞ্চলে থাকেন তবে এটি আপনার জন্য একিবারে পারফেক্ট।

TunnelBear কি কি আনলক করতে পারে? 

  • এইচবিও জিও

টরেন্টে কাজ করে?

  • হ্যাঁ টরেন্টে কাজ করে।

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাকোস, আইওএস, ক্রোম, ফায়ারফক্স এবং অপেরা।

ProtonVPN 

  • সীমাহীন ডেটা
  • মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং নেদারল্যান্ডসের 
  • টপ ক্লাস এনক্রিপশন

প্রোটনভিপিএন সীমাহীন ফ্রি ডেটা এবং ব্যান্ডউইথ সরবরাহ করে। এটি  256-বিট এনক্রিপশন, একটি স্বয়ংক্রিয় কিল সুইচ এবং ডিএনএস ফাঁস সুরক্ষা সহ সামরিক স্তরের সুরক্ষা বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে।

ফ্রি ভার্সন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং নেদারল্যান্ডসের সার্ভারগুলিতে অ্যাক্সেসের অনুমতি দেয়। এছাড়াও প্রিমিয়াম ভার্সন এ থাকছে ৩০ দিনের ম্যানি ব্যাক গ্যারান্টি।

ProtonVPN কি কি আনলক করতে পারে? 

  • ইউটিউব, স্পটিফি, নেটফ্লিক্স এবং কোডি।

টরেন্টে কাজ করে?

  • না, টরেন্টে কাজ করে না।

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাকোস, আইওএস এবং লিনাক্স।

Opera VPN

  • সীমাহীন ফ্রি ডেটা
  • মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া এবং ইউরোপের সার্ভার

ভিপিএনটি একটি ফ্রি ভিপিএন যা কেবল অপেরা ব্রাউজারে কাজ করে। এটি সীমাহীন ডেটা, ব্যান্ডউইথ এবং গতি সরবরাহ করে।

কোনও অ্যাপ্লিকেশন নয় এবং এটি কেবলমাত্র আপনার ব্রাউজারের মধ্যে আপনি প্রেরণ এবং প্রাপ্ত তথ্যকে সুরক্ষা দেয়। এটি আপনার অ্যাপ্লিকেশন বা পি 2 পি সংযোগগুলি থেকে ডেটা এনক্রিপ্ট করবে না।

Opera VPN কি কি আনলক করতে পারে? 

  • কোনও স্ট্রিমিং সাইট অবরোধ মুক্ত করতে পারে না।

টরেন্টে কাজ করে?

  • না, টরেন্টে কাজ করে না।

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাকোস, আইওএস এবং লিনাক্স।

Speedify 

  • প্রতি মাসে 5 জিবি ফ্রি ডেটা
  • পি 2 পি সমর্থন
  • নেটফ্লিক্স ইউএস আনব্লক করে

স্পিডাইফাইয়ের অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করা এবং ব্যবহার করা সহজ। এটি মাসে 5 জিবি ফ্রি ডেটা সরবরাহ করে যা নেটফ্লিক্স প্রায় 90 মিনিটের জন্য উচ্চ মানের স্ট্রিম করার জন্য এটি যথেষ্ট।

ভিপিএনটি 128 জিসিএম এনক্রিপশন ব্যবহার করে । এটি 256-বিট এনক্রিপশন চেয়ে দুর্বল, তবে এখনও দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট নিরাপদ।

আরও দেখুনঃ Top 7 Awesome android Apps – সেরা 7 টি অ্যান্ড্রয়েড অ্যাপস

স্পিডিফাই ব্রাউজিং ক্রিয়াকলাপ রেকর্ড করে না , তবে এটি কিছু ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে। এতে আপনার যোগাযোগের বিবরণ এবং আপনার সংযোগের সময় এবং সময়কাল অন্তর্ভুক্ত রয়েছে।

Speedify কি কি আনলক করতে পারে? 

  • নেটফ্লিক্স, হুলু, ভাড়া, স্পটিফাই

টরেন্টে কাজ করে?

  • কিছু সার্ভার P2P ট্র্যাফিক সমর্থন করে।

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাকোস, আইওএস।

Betternet

  • প্রতিদিন 500MB ফ্রি ডেটা
  • পি 2 পি-বান্ধব
  • উচ্চ-শেষ সুরক্ষা বৈশিষ্ট্য

বেটারনেটের ফ্রি ভার্সন প্রতিদিন 500 এমবি ডেটা অন্তর্ভুক্ত থাকে। যা 20 মিনিটের টিভি শো পর্বটি স্ট্রিম করার জন্য এটি যথেষ্ট, তবে সিনেমা নয়। সাইন আপ করার সময় কোন ধরনের পেমেন্ট ডিটেলস এর প্রয়োজন হয় না।

এটি 256-বিট এনক্রিপশন  এবং  ক্যাটাপল্ট হাইড্রা প্রোটোকল ব্যবহার করে।  এটি নিখুঁত ফরোয়ার্ড গোপনীয়তা অফার করে তবে কোনও স্বয়ংক্রিয় কিল সুইচ নেই।

ভিপিএন টি নেটফ্লিক্স  বা অন্য কোনও স্ট্রিমিং পরিষেবাগুলি অবরোধ মুক্ত করতে পারে না , তবে  সমস্ত সার্ভারগুলি পি 2 পি সংযোগগুলিকে সমর্থন করে। প্রিমিয়াম ভার্সনে থাকছে ৭ দিন এর ফ্রি ট্রায়াল এর সুবিধা।

Betternet কি কি আনলক করতে পারে? 

  • স্ট্রিমিং সাইটগুলি অবরোধ মুক্ত করতে পারে না।

টরেন্টে কাজ করে?

  • হ্যাঁ। 

কোন ডিভাইসগুলিতে কাজ করে?

  • অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাকোস, আইওএস, ক্রোম।

এই ছিলো সেরা ১০ টি মোবাইল ভিপিএন নিয়ে বিস্তারিত ব্লগ। আশাকরি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Sunday, 6 June 2021

বাংলালিংক মিনিট অফার ২০২১

আসসালামু আলাইকুম, বাংলালিংক দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত সিম। সরা দেশের আনাচে কানাচে রয়েছে বাংলালিংক এর অসংখ্য ইউজার।

বাংলালিংক সিমের মিনিট অফার

আজকের এই আর্টিকেল বাংলালিংক ইউজারদের জন্য। আজকের এই আর্টিকেলে বাংলালিংক সিমের মিনিট অফার নিয়ে আলোচনা করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

১২ টাকায় ১৯ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা *১২১*১২# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ১৯ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ২ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

১৭ টাকায় ২৮ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ১৭ টাকা রিচার্জ করে অথবা *১২১*১৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ২৮ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ২ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

২৭ টাকায় ৪৫ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ২৭ টাকা রিচার্জ করে অথবা *১২১*২৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ৪৫ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৩ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

৩৭ টাকায় ৫৫ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ৩৭ টাকা রিচার্জ করে অথবা *১২১*৩৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ৫৫ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৪ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

৫৭ টাকায় ৯০ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ৫৭ টাকা রিচার্জ করে অথবা *১২১*৫৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ৯০ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৭ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

৭৪ টাকায় ১২০ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ৭৪ টাকা রিচার্জ করে অথবা *১২১*৭৪# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ১২০ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৭ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

১০৭ টাকায় ১৭৫ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ১০৭ টাকা রিচার্জ করে অথবা *১৬৬*১৭৫# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ১৭৫ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ১৫ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

১৫৭ টাকায় ২৫০ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ১৫৭ টাকা রিচার্জ করে অথবা *১২১*১৫৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ২৫০ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৩০ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

১৯৭ টাকায় ৩০০ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ১৯৭ টাকা রিচার্জ করে অথবা *১৬৬*১৯৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ৩০০ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৩০ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

২০৭ টাকায় ৩৪০ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ২০৭ টাকা রিচার্জ করে অথবা *১২১*২০৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ৩৪০ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৩০ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

২৯৭ টাকায় ৪৬০ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ২৯৭ টাকা রিচার্জ করে অথবা *১৬৬*২৯৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ৪৬০ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৩০ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

৩০৭ টাকায় ৫১০ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি বাংলালিংক এর সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ৩০৭ টাকা রিচার্জ করে অথবা *১২১*৩০৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ৫১০ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৩০ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

৬০৭ টাকায় ১০১০ মিনিট বাংলালিংক অফার

এই টকটাইম অফারটি সকল প্রিপেইড, কল এবং কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফারটি MyBL এপস থেকে অথবা ৬০৭ টাকা রিচার্জ করে অথবা *১২১*৬০৭# ডায়াল করে নেয়া যাবে। 

গ্রাহক পাবেন ১০১০ মিনিট (বাংলালিংক-যে কোন লোকাল অপারেটর) 

এই মিনিট প্যাকটির মেয়াদ থাকবে ৩০ দিন এবং এই মিনিট প্যাকটি ২৪ ঘন্টায় ব্যবহার যোগ্য। মেয়াদ শেষ হলে অব্যবহৃত মিনিটগুলো ব্যবহার করা যাবে না।

কিছু কথা,

  • প্যাক এর মেয়াদ শেষ হওয়ার সময় অববহৃত মিনিট থাকলে তা বাতিল হয়ে যাবে। তবে মেয়াদ থাকতে  পুনরায় মিনিট প্যাক কিনলে নতুন প্যাক এর মেয়াদে পূর্বের মিনিট গুলো আপডেড হবে।
  • ব্যালেন্স চেক করতে MyBL এপস অথবা *১২১*১০০# ডায়াল করতে হবে।
  • লোকাল অপারেটর বলতে দেশে ব্যবহৃত অন্যান্য সিম কোম্পানি (জিপি, রবি, এয়ারটেল, টেলিটক) কে বুঝানো হয়েছে।
  • সবগুলো অফার লিমিটেড সময়ের জন্য, সব সময় এই অফারগুলো নাও থাকতে পারে।
  • প্রত্যেকটি প্যাক অফার থাকাকালীন সময়ে একধিকবার নেয়া যাবে।
এই ছিলো বাংলালিংক মিনিট অফার নিয়ে বিস্তারিত ব্লগ। আশাকরি ব্লগটি বাংলালিংক ইউজারদের অনেক কাজে আসবে। নিত্য নতুন এমন তথ্যের জন্য আমাদের ব্লগ এর সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Thursday, 3 June 2021

ব্লগ কেন? ২০২০ সালে ব্লগিংয়ের সেরা দশটি সুবিধা

লোকেরা কেন ব্লগ করে তা জানতে চান? ব্লগিং এর সুবিধা সম্পর্কে নিশ্চিত না? আপনি ঠিক জায়গায় এসেছেন!

ব্লগিংয়ের প্রথম দিনগুলিতে, ব্লগগুলি বেশিরভাগ ব্যক্তিগত ডায়েরি হিসাবে ব্যবহৃত হত। এগুলি এমন একটি জায়গা যা আপনি আপনার চিন্তাভাবনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি সঞ্চয় এবং ভাগ করে নিতে পারেন। বছরের পর বছর বদলে গেছে অনেক কিছু!


এটি অনুমান করা হয় যে ২০২০  সালে কেবল যুক্তরাষ্ট্রে ৩১.৭ মিলিয়ন ব্লগার ছিল। সেই দিনগুলি গেল যখন একটি ব্লগ প্রাথমিকভাবে অনলাইন জার্নাল হিসাবে ব্যবহৃত হত। আজ, বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্লগ ব্যবহার করে।

ব্লগগুলিকে দুটি বিস্তৃত বিভাগে ভাগ করা যায়:

বাণিজ্যিক ব্লগ

বাণিজ্যিক ব্লগগুলির ব্লগারটির জন্য আর্থিক সুবিধা রয়েছে। ব্লগিং প্রসঙ্গে, "বাণিজ্যিক" শব্দটির অর্থ একটি ব্যবসায়িক ব্লগ নয়। যে ব্লগ অর্থোপার্জন করে বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে তা একটি বাণিজ্যিক ব্লগ। এর মধ্যে রয়েছে, উদাহরণস্বরূপ, কোনও ব্যক্তির অনুমোদিত বিপণন ব্লগ।

অ-বাণিজ্যিক ব্লগ

অ-বাণিজ্যিক ব্লগগুলির কোনও আর্থিক সুবিধা নেই। উদাহরণস্বরূপ, একটি অনলাইন জার্নাল রেকর্ড এবং একটি অবকাশ ভাগ করার জন্য। ব্লগারটির জন্য প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ আর্থিক সুবিধা নেই। এই ব্লগগুলির বেশিরভাগই একটি নিখরচায় ব্লগিং প্ল্যাটফর্ম ব্যবহার করে যেমন ওয়ার্ডপ্রেস.কম বা ব্লগার ডটকম।

বাণিজ্যিক এবং অ-বাণিজ্যিক উভয় ব্লগেরই সুবিধাগুলি রয়েছে তবে এই ব্লগটি তে মূলত বাণিজ্যিক ব্লগ তৈরির মাধ্যমে আপনি যে লাভগুলি করতে পারবেন তার উপর আলোচনা করবে।

 ব্লগিং এর সুবিধা সমূহঃ

১. ব্র্যান্ড পাবলিসিটি

এটি ক্ষুদ্র  থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ।  উদাহরণস্বরূপ আমরা Apple ব্যবহার করতে পারি।  অ্যাপেল স্মার্ট ফোন,  ল্যাপটপ ডেক্সটপ থেকে শুরু করে স্মার্ট গ্যাজেট এর জন্য বিখ্যাত।  যেখানে একটি নরমাল ব্র্যান্ডের ঘড়ির দাম  1 থেকে 2 হাজার টাকা সেখানে Apple  এর একটি ঘড়ির দাম 30 থেকে 40 হাজার টাকা।

এটিই একটি সফল ব্র্যান্ডের শক্তি!

ব্র্যান্ডিং ব্র্যান্ড সচেতনতা গড়ে তোলার এবং আপনার ব্র্যান্ডের প্রচার করার দুর্দান্ত উপায়।

ব্যবসায়ের মালিক হিসাবে, আপনি আপনার লক্ষ্য দর্শকদের প্রাসঙ্গিক এবং দরকারী সামগ্রী সরবরাহ করে আপনার ব্র্যান্ডটি তৈরি করে।

২. সামাজিক মিডিয়া পরিপূরক

আমরা কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তি এবং প্রভাবকে অস্বীকার করতে পারে না।এই জনপ্রিয় ব্লগিং পরিসংখ্যান অনুসারে :

  • ৬৬% মার্কেটার সামাজিক মিডিয়া সামগ্রীতে ব্লগ ব্যবহার করে।
  • ৯৫.৬% ব্লগার তাদের ব্লগ পোস্টগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।
  • ৬৯% ব্লগার সোসাল শেয়ার বাটন ব্যবহার করে।

৩. Stay Ahead of Your Competitors

অনেক ছোট ব্যবসায়ের মালিক এবং উদ্যোক্তারা ব্লগিংয়ের সুবিধা বুঝতে পারে না। এমন অনেকগুলি ব্লগও রয়েছে যা সম্পূর্ণরূপে নিরীক্ষণযোগ্য।

আরও বেশি ট্র্যাফিক এবং উপার্জনের জন্য একটি ব্লগ একটি শক্তিশালী ব্যবসায়িক সরঞ্জাম হতে পারে। আপনি যে লোক বা ব্যবসায়ের বিরুদ্ধে প্রতিযোগিতা করছেন তাদের যদি একটি ব্লগ থাকে তবে আপনার যদি তা না থাকে তবে আপনি মারাত্মক অসুবিধে হবেন। এবং যদি আপনার কাছে এটি থাকে তবে নিশ্চিত হয়ে নিন যে আপনার শিল্পের অন্যদের তুলনায় আপনার চেয়ে ভাল!

আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার জন্য, আপনার নিজের প্রতিটি বিপণনের সরঞ্জাম ব্যবহার করা উচিত। একটি ব্লগ আপনার ব্যবসায়ের মুখপত্র হওয়া উচিত। আপনি সেই জায়গা এবং আপনি কীভাবে তাদের সহায়তা করতে পারেন সে সম্পর্কে লোকেরা আরও জানতে এখানে যায়।

৪. শুরু করার জন্য সস্তা

 ব্লগিং এর সবচেয়ে বড় সুবিধা হল  এটি ব্যয়বহুল নয়। খুবই কম খরচেই ব্লগিং শুরু করা যায়।  একেবারে খরচ করে ব্লগিং শুরু করতে চাইলে ব্লগার বা ব্লগস্পট সিএমএস ব্যবহার করে শুরু করা যাবে।  এছাড়াও যারা কাস্টম ডোমেইন নিয়ে শুরু করতে যাচ্ছেন তারা খুব সামান্য করেছে ব্লগিং শুরু করতে পারবেন। 

ডোমেন নাম -  পুতুলহস্ট বা অন্যান্য ডোমেইন হোস্টিং প্রোভাইডার এর কাছ থেকে 700 থেকে 1000 টাকার মধ্যে  ডটকম ডোমেইন,  100 থেকে 120 টাকার মধ্যে এক্স ওয়াই জেড ডোমেইন  সহ অল্প খরচে বিভিন্ন ধরনের ডোমেইন কিনতে পারবেন।

হোস্টিং-  500 টাকা খরচ করলে  এক বছরের জন্য হোস্টিং কেনা যাবে।  যে হোস্টিং প্যাকেজ আপনার একটি ব্লগ খুব সহজেই ব্যবহার করা যাবে।

ব্লগিং প্ল্যাটফর্ম-  বর্তমান সময়ের জনপ্রিয় দুটি সিএমএস ওয়ার্ডপ্রেস এবং ব্লগার  দুটি ফ্রী তে ব্যাবহার করা যায়। 

ব্লগ থিম-  ব্লগার এবং ওয়ার্ডপ্রেসে অনেকগুলো ফ্রি থিম রয়েছে,  যে থিম গুলো ব্যবহার করে প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা যাবে। 

প্লাগইনস- অনেক ভাল মানের প্লাগইনগুলির পর্যাপ্ত ফ্রি সংস্করণ ওয়ার্ডপ্রেস রয়েছে।

৫. Free Leads and Customers for Your Business

দুর্দান্ত সামগ্রী সহ একটি অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজড ব্লগ সম্ভাব্যভাবে আপনাকে হাজার হাজার লিড এবং গ্রাহক পেতে পারে, নিখরচায়!

যদিও এটি রাতারাতি ঘটে না। আপনার ব্লগটি সফল হওয়ার জন্য আপনার পক্ষে কঠোর পরিশ্রম এবং প্রতিজ্ঞার প্রয়োজন। আপনি ভাল ফলাফল দেখা শুরু করার আগে এটি 6 মাস থেকে 12 মাস সময় নিতে পারে। যাইহোক, আপনি যদি সময় রাখেন তবে এটি সাধারণত মূল্যবান!

প্রমাণ দেখতে চান? এখানে কতটা মুক্ত ট্র্যাফিকের মূল্য রয়েছে তার একটি উদাহরণ এখানে।

ধরে নেওয়া যাক আপনি ভ্রমণের কুলুঙ্গিতে রয়েছেন এবং একটি অ্যামাজন অনুমোদিত হিসাবে ট্র্যাভেল ব্যাগগুলি প্রচার করতে চান। আপনি যখনই অ্যামাজনকে উল্লেখ করেছেন তখনই আপনি কমিশন উপার্জন করবেন।

৬। কোন বাধা বা প্রতিবন্ধকতা নেই

চাইলেই যে কেউ  ব্লগ শুরু করতে পারে। ব্লগার হওয়ার আগে আপনার কোনও শংসাপত্র বা যোগ্যতার প্রয়োজন নেই।

প্রবেশের প্রতিবন্ধকতা খুব কম। ওয়াইএমওয়াইএল (আপনার অর্থ বা আপনার জীবন) এর মতো কিছু কুলুঙ্গি রয়েছে যা সতর্কতার সাথে যোগাযোগ করা উচিত। এর অর্থ এই নয় যে আপনি কোনও আর্থিক বা স্বাস্থ্য ব্লগ শুরু করতে পারবেন না। এর অর্থ কেবল গ্রাহকদের সুরক্ষার জন্য বিধিবিধান রয়েছে।

উদাহরণস্বরূপ, আপনি কোভিড -19 বা কোনও রোগের নিরাময়ের জন্য আপনার রান্নাঘরে গড়া মনগড়া বিক্রি করতে পারবেন না। এটি আপনাকে এফডিএ (মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন) এর সাথে গুরুতর সমস্যায় ফেলতে পারে। আপনি যদি আইনটি ভঙ্গ করছেন বলে মনে করেন আপনি এফটিসি (ফেডারেল ট্রেড কমিশন) এর সাথেও সমস্যাগুলি তুলতে পারেন।

প্রবেশের একমাত্র আসল বাধা হ'ল এটি একটি সফল ব্লগ তৈরির জন্য খাড়া শেখার বাঁক হতে পারে।

আপনার জানা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে:

- কীওয়ার্ড গবেষণা

- বাজার এবং প্রতিযোগী গবেষণা

- SEO

- ভাল ব্লগ সামগ্রী তৈরি করা

- বিষয়বস্তু মার্কেটিং

- কপিরাইটিং

- মনিটাইজ কৌশল

- কীভাবে ভালো মানের ব্যাকলিঙ্ক পাবেন

আউটসোর্স আপনি যা পারেন তা করতে পারেন। নিজেকে নতুন স্টার্টআপের মালিক হিসাবে দেখুন। নিজেই সবকিছু করার চেষ্টা করবেন না। কৌশলগত বিষয়ে মনোনিবেশ করুন। আপনার কাজের চেয়ে আরও দ্রুত এবং আরও দক্ষতার সাথে অন্য কেউ পরিচালনা করতে পারে এমন কাজে সময় নষ্ট করবেন না।

৭। কাজের স্বাধীনতা

ব্লগিংয়ের অন্যতম বড় সুবিধা হ'ল এটি আপনাকে স্বাধীনতা দিবে। আপনি নিজের ইচ্ছেমতো যতোটা ইচ্ছে বা অল্প সময় ব্যয় করে করতে পারবেন। আপনি ভোরবেলা বা রাতে বা আপনার যে কোন ফ্রি সময়ে কাজ করতে চাইলে করতে পারবেন

এমন অনেক ব্যবসায় নেই যা আপনাকে এই পরিমাণে কাজের স্বাধীনতা দিবে! এছাড়াও, অনেকগুলি ব্যবসা খণ্ডকালীন ভিত্তিতে চালানো যায় না।

অনলাইন বিপণন হ'ল একটি আদর্শ সময়কালীন ব্যবসা যা আপনি একটি পূর্ণকালীন আয়ের স্কেল করতে পারেন। বেশিরভাগ লোক খণ্ডকালীন শুরু করে, তবে শেষ পর্যন্ত ব্লগিংকে ক্যারিয়ারে পরিণত করতে সক্ষম হয়।

৮. একটি ব্লগ 24/7 আপনার জন্য কাজ করে

একটি ব্লগ একটি সুবিধাযুক্ত স্টোরের মতো যা দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন খোলা থাকে। ব্যতীত, এটি আরও ভাল!

কোনও সুবিধাযুক্ত স্টোরের মতো নয়:

  • আপনার লোক নিয়োগের দরকার নেই।
  • আপনি ঘুমের মধ্যে অর্থ উপার্জন করতে পারেন ।
  • আপনাকে ভাড়া দিতে হবে না।
  • আপনাকে তালিকা বহন করতে হবে না।
  • আপনি আপনার স্থানীয় অঞ্চলে গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ নন।

স্কেল করে প্যাসিভ ইনকাম অর্জনের সেরা উপায়গুলির মধ্যে ব্লগিং অন্যতম।

৯. বিশ্বের যে কোনও জায়গা থেকে কাজের সুবিধা

ব্যবসায় ব্লগিং কোনও দৈহিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি আপনার ব্লগে বিশ্বের যে কোনও জায়গা থেকে কাজ করতে পারেন যার স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ এবং ইন্টারনেট সংযোগ রয়েছে।

বেশিরভাগ লোক শহুরে অঞ্চলে বাস করেন কারণ সেখানেই কাজ রয়েছে। তবে একটি পূর্ণকালীন ব্লগার শহুরে অঞ্চলে বাস এবং কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়।

১০. অনলাইন অর্থ উপার্জন

Marketing দ্দেশ্যে ব্লগিং অনলাইন অর্থ উপার্জনের এক দুর্দান্ত উপায়। ব্লগের সবচেয়ে বড় সুবিধা হ'ল এমন অনেক উপায় রয়েছে  যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট মনিটাইজ করতে পারেন।  উদাহরণ স্বরূপ  এফিলিয়েট মার্কেটিং,  গুগোল বিজ্ঞাপন বা গুগল এডসেন্স,  অনলাইন কোর্স,  ইত্যাদি।

আজকের এই ব্লগে  আমরা ব্লগের সেরা দশটি সুবিধা সম্পর্কে আলোচনা করেছি।  সুবিধাগুলো বাদেও ব্লগের আরো অনেকগুলো সুবিধা রয়েছে। যেমনঃ

  • ব্লগের মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন।
  • আপনার মনের ভাব বা আপনার আইডিয়া সকলের মধ্যে শেয়ার করতে পারবেন।
  • নিজের একটা পরিস্থিতি তৈরী করতে পারবেন।
  • একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে পারবেন।

এই ছিলো ব্লগ নিয়ে বিস্তারিত পোস্ট।  আশা করি ব্লগ নিয়ে আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।  নিত্য নতুন তথ্য জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন।  ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করার সেরা ১০ টি সুবিধা

ওয়ার্ডপ্রেস শুধুমাত্র সেরা ব্লগিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে একটি নয়, উন্নত মানের সিএমএস প্ল্যাটফর্ম হিসেবে ওয়ার্ডপ্রেসের বেশ সুনাম রয়েছে। কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ওয়ার্ডপ্রেস আমাদের অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, আজকের এই ব্লগে ওয়ার্ডপ্রেসের কিছু সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করা হবে।


একজন ব্লগার হিসেবে আমি জানি, যখন আমরা প্রাথমিক অবস্থায় ব্লগিং শুরু করি তখন আমাদের মধ্যে একটা কনফিউশন থেকেই যায় যে কোন সিএমএসটি ব্যবহার করব? ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস? কোনটিতে সুবিধা বেশি? কোন সিএমএসটি ইজি টু ইউজ? ইত্যাদি ব্লা ব্লা ব্লা। আজকের এই ব্লগ টি ওয়ার্ডপ্রেস নিয়ে।

2021 সালে wordpress-এর সেরা সুবিধাগুলোঃ

অন্যতম সেরা সিএমএস প্লাটফর্ম হিসেবে, ওয়ার্ডপ্রেস নিউইয়র্ক টাইমস এবং সিএনএন এর মতো উদ্যোগগুলি দ্বারা বিশ্বাসী। ওয়ার্ডপ্রেস এর সাহায্যে খুব সহজেই একটি নতুন ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা যায়। চলুন দেখে আসি ওয়ার্ডপ্রেস এর সেরা 10 টি সুবিধা,

ব্যবহার করা খুব সহজ

সর্বাধিক ব্যবহৃত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবে, ওয়ার্ডপ্রেস জটিলতার দিকে অগ্রসর হয় না। ডে টু ডে ওয়ার্ডপ্রেস এর ব্যবহার পূর্বের তুলনায় সহজতর এবং user-friendly হয়। কোন ধরনের কোডিং নলেজ নলেজ না থাকলেও ওয়ার্ডপ্রেস ব্যবহার করে টপ লেভেল এর ওয়েবসাইট তৈরি করা যাবে।

রেস্পন্সিভ ওয়েবসাইট ডিজাইন

বিজনেস এর সফলতার জন্য ইন্টার্নেট ট্রাফিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেসপনসিভ ওয়েব ডিজাইন ইউজারদেরকে একটি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট উপহার দেয়। যার ফলে ইউজার মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ, টিভি যে স্ক্রিনেই ওয়েবসাইট দেখুক না কেন সেই স্ক্রিনেই ইউজার ফ্রেন্ডলি ডিজাইন দেখতে পারবে।

আপগ্রেশন

স্ট্যান্ডার্ড ওয়েবসাইটগুলোতে আপগ্রেশন প্রসেসটি কিছুটা জটিল এবং সময় সাপেক্ষ তবে ওয়ার্ডপ্রেসে আপগ্রেশন খুবই সহজ। ওয়ার্ডপ্রেসের মূল কার্যকারিতা ব্যবসায়গুলিকে ওয়েবসাইটের আপগ্রেডেশনে ব্যয় করা সময় হ্রাস করে হ্যান্ডি প্লাগিনগুলি ব্যবহার করতে দেয়। অতিরিক্তভাবে, বিস্তৃত ওয়ার্ডপ্রেস সম্প্রদায় আপনাকে প্রতিটি সরঞ্জামের কার্য দ্রুত বুঝতে সহায়তা করতে পারে।

দুর্দান্ত স্পিড

ওয়ার্ডপ্রেস ওয়েবে দ্রুততম ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম নাও হতে পারে তবে এটি অবশ্যই দ্রুততর একটি। ওয়ার্ডপ্রেস তুলনামূলকভাবে কম কম তবে ভারী ওয়েবসাইটের কার্যকারিতা সহজেই পরিচালনা করতে পারে।

WooCommerce Implementation

অনলাইন বিজনেস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সেক্টর। ওয়ার্ডপ্রেস সিএমএস এর ই-কমার্স থিম এবং প্লাগিন এর মাধ্যমে আমরা খুব সহজেই একটি ই-কমার্স বা অনলাইন বিজনেস এর ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারব। ওয়ার্ডপ্রেসে অনেকগুলো প্রফেশনাল ই-কমার্স থিম প্লাগিন রয়েছে। এছাড়া ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে খুব সহজেই ই-কমার্স ওয়েবসাইট এর পেমেন্ট গেটওয়, প্রসেস সহ সব কিছু করা যাবে।

দ্রুত এসইও

এসইও(SEO) এর পূর্ণরুপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন একটি শক্তিশালী ডাটাবেইজ। যা অন্যের ডেটা সমূহ নিজের কাছে স্টোর করে এবং কোন ইউজার সেই ডেটা সার্চ করলেই তাকে সার্চ অনুযায়ী ডেটা গুলো বের করে দেয়। গুগল বর্তমান সময়ের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। সহজ ভাষায় বলতে গেলে আমাদের ওয়েবসাইট বা ওয়েব কন্টেন্ট কে সার্চ ইঞ্জিন এর জন্য অপটিমাইজ করাকেই এসইও বলে।

অনপেজ এসইও এর জন্য ওয়ার্ডপ্রেস সর্বাধিক জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস এর সাহায্যে খুব সহজেই অনপেজ এসইও করা যাবে। কারণ ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগিন অনপেজ এসইও তে সাহায্য করে।

Enhanced Security

সিকিউরিটির কথা বলতে গেলে প্রথম দিনগুলিতে, ওয়ার্ডপ্রেস কঠোর সমালোচনার শিকার হয়েছিল, কিন্তু সিএমএস এটিকে ঘিরে রেখেছে। এখন ওয়ার্ডপ্রেস সুরক্ষার সাথে যুক্ত একটি নাম, এবং বিশ্বজুড়ে সমস্ত ব্যবসায়ের প্ল্যাটফর্মটি আন্তরিকভাবে বিশ্বাস করে। যদিও এটি এটিকে নির্বোধ করে না তা এটি তার গ্রাহকদের হৃদয়ে বিশ্বাস রাখে। ওয়েব সিএমএস প্ল্যাটফর্মগুলির লঙ্ঘন হওয়ার সাথে পরিচিত হলেও ওয়ার্ডপ্রেস এ জাতীয় উদ্বেগ থেকে তার দূরত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে।

Social Media Friendly

আজকাল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি শ্রোতা এবং দর্শকদের জন্য চালিকা শক্তি অনবদ্যভাবে সহজতর করে তোলে। লিংকডইন, টুইটার এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলির সাথে বিজোড় সংহতকরণ উল্লেখযোগ্যভাবে সহজ। আপনাকে কেবল আপনার পছন্দসই সামগ্রী পোস্ট করতে হবে এবং সামাজিক মিডিয়া চ্যানেলগুলি কনফিগার করতে হবে। এখন আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া অনুসারীরা জানতে পারবেন আপনি কী পোস্ট করেছেন।

গুণমান সম্প্রদায়

ওয়ার্ডপ্রেস ওয়েবে একটি বৃহত্তম এবং সবচেয়ে সহায়ক সম্প্রদায়কে গর্বিত করে। ওয়ার্ল্ড সাইটগুলির 27% এরও বেশি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, সম্প্রদায়ের নিখুঁত আকার আপনাকে অবাক করে দেবে। তবে এত বিস্তৃত ব্যবহারকারী বেস থাকা সত্ত্বেও, সিএমএস প্ল্যাটফর্মটি সবার জন্য মানের সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছে। সেরা সমর্থনের সাথে প্ল্যাটফর্মগুলির মধ্যে একটিকে ওয়ার্ডপ্রেস কল করা মোটেই একটি সংক্ষিপ্ত বিবরণ হবে না।

রুটিন আপডেট

ওয়ার্ডপ্রেসের মতো বৃহত একটি প্ল্যাটফর্ম সময়ে সময়ে প্রতিবন্ধকতা এবং লঙ্ঘনের মুখোমুখি হতে বাধ্য। এজন্য আপডেট এবং প্যাচগুলি তাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি এমন একটি অঞ্চল যেখানে ওয়ার্ডপ্রেস রুটিন আপডেটগুলি পাওয়ার সাথে সাথে ছাড়িয়ে যায়। এটি আপনার ওয়েবসাইটের কর্মক্ষমতা, গতি বা কার্যকারিতা হোন, ওয়ার্ডপ্রেস নিশ্চিত করে যে এটি প্রতিটি মুহুর্তে শীর্ষে রয়েছে।

প্লাগিন

তালিকার সবচেয়ে নিচে থাকলেও ওয়াডপ্রেস সিএমসি জনপ্রিয়তার প্লাগিন এর জন্য। ওয়ার্ডপ্রেস প্লাগইন এর সাহায্যে খুব সহজেই নানান ধরনের কাজ করা যায় যা অন্যান্য কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্ভব নয়।

আজ এ পর্যন্তই, আশা করি আজকের ব্লগটি আপনাদের ভাল লেগেছে। নিত্যনতুন এমন তথ্য জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস: কোনটি সবচেয়ে বেশি ভালো?


যখন ব্লগিংয়ের কথা মাথায় আসে, আমাদের কাছে প্রচুর অপশন আছে ব্লগিং শুরু করার।

  • ওয়ার্ডপ্রেস
  • ব্লগার
  • টাম্বলার
  • এবং আরও অনেক কিছু

এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলো হলোঃ

কোন ব্লগিং প্ল্যাটফর্ম থেকে ভালো?

ওয়ার্ডপ্রেস নাকি ব্লগার?

এই বিতর্কটি অনেক সময় বিভ্রান্তি পেতে পারে। প্রযুক্তিগত ঝামেলা কম হওয়ায় অনেক ব্যবহারকারী ব্লগস্পট পছন্দ করেন এবং অনেক ব্যবহারকারী ওয়ার্ডপ্রেসকে বাড়িয়ে তোলেন শক্তি এবং বৈশিষ্ট্যগুলির কারণে যখন কেউ আমাকে জিজ্ঞাসা করেন যে তাদের কোন প্ল্যাটফর্মটি দিয়ে শুরু করা উচিত, আমি বলিঃ

এক মাসের জন্য ওয়ার্ডপ্রেস ডট কম দিয়ে শুরু করুন এবং আপনি একবার ব্লগিংয়ের অভ্যস্ত হয়ে উঠলে স্ব-হোস্টেড ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে একটি নতুন ব্লগ শুরু করুন ।

বিকল্পভাবে, আপনি ব্লগার.কমকে আপনার লঞ্চপ্যাড ব্লগিং প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি দিন এটাতে আটকে থাকবেন না।

আমি এটি অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি ব্লগস্পট দিয়ে আমার ব্লগিং যাত্রা শুরু করেছিলাম এবং পরে আমার ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেস এ স্থানান্তরিত করেছি ।

তারপরে, ওয়ার্ডপ্রেসটি বের করার চেষ্টা করার প্রচুর অভিজ্ঞতা ছিলো না তবে এখন, বিস্তারিত গাইড, টিউটোরিয়াল এবং ভিডিওগুলির সাহায্যে ওয়ার্ডপ্রেস শেখা বেশ সহজ।

যাইহোক, এই পোস্টে আমি ওয়ার্ডপ্রেস বনাম ব্লগস্পট এর একটি বিশদ তুলনা করব এবং এবং কার জন্য কোনটা বেস্ট হবে তা নিয়ে আলোচনা করব।

ওয়ার্ডপ্রেস বনাম ব্লগার: কোন প্লাটফর্মটি পছন্দ করবেন?

ব্লগার প্ল্যাটফর্ম (ওরফে ব্লগস্পট) খুব কার্যকর যখন আপনি নিজের মতামত ভাগ করে নেওয়ার জন্য কোনও ব্লগ শুরু করতে চান । আপনি যখন অর্থের বিনিময়ে ব্লগিং করছেন না বা আপনার এমন একটি সহজ প্ল্যাটফর্মের প্রয়োজন হয় যা কোনও প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন হয় না, ব্লগস্পট সত্যই ভাল।

কার্যকারিতা এবং এসইও সুবিধার ক্ষেত্রে ব্লগস্পটটির অনেকগুলি সীমাবদ্ধতা রয়েছে , তবে আপনার প্রায় 0 ব্যয়ে ব্লগ শুরু করার জন্য যদি কেবল প্ল্যাটফর্মের প্রয়োজন হয় তবে ব্লগস্পটটি সঠিক বাছাই।

একই সময়ে, আপনি যদি অর্থ, বিল্ডিং কর্তৃপক্ষ বা নিজের ব্র্যান্ডিংয়ের জন্য ব্লগিং করেন তবে ব্লগস্পট আদর্শ পছন্দ নয়। এটি কারণ অনুসন্ধান ইঞ্জিনগুলিতে দৃশ্যমানতার উপর আপনার সীমিত নিয়ন্ত্রণ রয়েছে এবং আপনি যখন নতুন বৈশিষ্ট্য যুক্ত করতে চান তখন আপনি খুব সীমিত হন।

আপনি ওয়ার্ডপ্রেস, ব্লগার, দ্রুপাল বা অন্য কোনও প্ল্যাটফর্ম ব্যবহার করছেন কিনা তা বিবেচ্য নয়, SEO কীভাবে আপনি অনুসন্ধান ইঞ্জিনগুলির জন্য আপনার সম্পূর্ণ সাইটটি কনফিগার করেন তা স্থির করে।

ব্লগার প্ল্যাটফর্মে আমাদের সাইটে আমাদের সীমিত নিয়ন্ত্রণ রয়েছে। তারা কিছু নতুন এসইও বৈশিষ্ট্য যুক্ত করেছে সত্ত্বেও , ব্লগস্পট এখনও এসইও অপ্টিমাইজেশনের অভাব রয়েছে।

সংক্ষেপে, আপনি যখন লিখতে চান না অন্য কোনও কারণে ব্লগ তৈরি করছেন তখন ব্লগার প্ল্যাটফর্মটি ওয়ার্ডপ্রেসের চেয়ে ভাল। আপনি যদি ব্লগার প্ল্যাটফর্মের প্রস্তাবিত সীমিত বৈশিষ্ট্যগুলি থেকে ঠিক থাকেন তবে এটি দুর্দান্ত পছন্দ। অর্থোপার্জন বা দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করার জন্য, ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটি আরও ভাল।

কেন এবং কেন ওয়ার্ডপ্রেস নয়?

ওয়ার্ডপ্রেস আপনাকে আপনার ব্লগে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয় এবং আপনি প্রযুক্তিগতভাবে যা কিছু করতে পারেন তেমন করতে পারেন।

আপনি নিজের ফাইলগুলি হোস্ট করেন, এটি আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারেন এবং এটি কোনও উদ্দেশ্যে (ব্যক্তিগত বা পেশাদার) ব্যবহার করতে পারেন।

আপনার ব্লগকে আরও এসইও বান্ধব করে তুলতে এসইও প্লাগইন যুক্ত করা সহ এসইওর উপর আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পারেন। তদুপরি, আপনি সর্বদা সর্বশেষতম এসইও কৌশল যেমন রিচার স্নিপেটস এর মতো একটি প্লাগইন ব্যবহার করে “স্টার রেটিংগুলি” প্রবর্তন করতে পারেন ।

ওয়ার্ডপ্রেস আপনাকে যা করতে চায় তা করতে দেয়।

তবে একই সাথে আপনার নিজের ব্লগ পরিচালনা করতে হবে। আপনার নিজের সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে এবং আপনার ব্লগের স্বাস্থ্য বজায় রাখতে হবে।

এটি প্রযুক্তিগত মনে হতে পারে তবে ওয়ার্ডপ্রেস সম্প্রদায়ের আশ্চর্যজনক সহায়তায় আপনি অলস সময়ে সবকিছু শিখতে পারেন।

প্রকৃতপক্ষে, আপনি যদি শটমিলাউড ওয়ার্ডপ্রেস গাইডটিতে হোঁচট খায় তবে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া হবে।

ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করার জন্য ভিডিও দেখার ক্ষেত্রে, কোনও প্লাগইন কীভাবে যুক্ত করতে হয় তা শিখতে , ড্যাশবোর্ডে অভ্যস্ত হওয়া ইত্যাদির ক্ষেত্রে কিছুটা প্রচেষ্টা প্রয়োজন হতে পারে WordPress.

কিন্তু আমাদের এটি ব্লগার দিয়েও করতে হবে, তাই না?

যদি আপনি এটিকে জনপ্রিয় করে তোলার এবং এর থেকে অর্থোপার্জনের মানসিকতা নিয়ে কোনও ব্লগ তৈরি করার পরিকল্পনা করছেন তবে আপনার স্ব-হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য যাওয়া উচিত।

আপনি যদি মাঝে মধ্যে লেখক বা শখের ব্লগার হন তবে ব্লগস্পট আপনার পক্ষে সেরা।

SEO এর জন্য ব্লগার বা ওয়ার্ডপ্রেসে ম্যাট কাটস:

ম্যাট কাটস কেবল গুগল ইঞ্জিনিয়ারই নয়, তিনি গুগল ওয়েব স্প্যাম দলের প্রধানও।

তিনি সেই ছেলেগুলির মধ্যে একজন যারা আপনার এবং আমার মতো সাধারণ ব্যবহারকারীদের গুগল কোন ওয়েবসাইট থেকে কী প্রত্যাশা করে এবং গুগল অনুসন্ধান ইঞ্জিন কীভাবে কাজ করে সে সম্পর্কে শিক্ষিত করে।

ব্লগার এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে এসইও সুবিধার ক্ষেত্রে, উভয়ই ডিফল্ট ইনস্টলেশনগুলির সাথে প্রায় একই।

ওয়ার্ডপ্রেস ডিফল্ট ইনস্টলেশন এসইও বান্ধব নয়, তবে আপনি সর্বদা উপলভ্য প্লাগইনগুলির সাহায্যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এসইও বান্ধব করে তুলতে পারেন।

সংক্ষেপে, ওয়ার্ডপ্রেস আপনাকে আরও শক্তি দেয় এবং আপনি এটি আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করতে পারেন।

ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস: কোনটি সবচেয়ে বেশি ভালো?

আমি উপরে উল্লিখিত হিসাবে, আমি ব্লগস্পট দিয়ে ব্লগিং আমার যাত্রা শুরু, এবং পরে আমি ওয়ার্ডপ্রেস আসি। সুতরাং, আমি ব্লগস্পট এর সুবিধাগুলি এবং খারাপ দিক সম্পর্কে সচেতন এবং এখানে আমি কোনও বেনিফিট সম্পর্কে কথা বলব না, কারণ ওয়ার্ডপ্রেস ব্লগস্পট যে সমস্ত বৈশিষ্ট্য সরবরাহ করে।

1. ব্লগ এর উপর নিয়ন্ত্রণ

আমি স্ব-হোস্ট করা ব্লগকে সমর্থন করি এটি অন্যতম প্রধান কারণ । ব্লগস্পট গুগলের মালিকানাধীন এবং এমন কোনও সম্ভাবনা রয়েছে যে তারা আপনাকে কোনও সতর্কতা না দিয়েই আপনার ব্লগস্পট অ্যাকাউন্ট মুছতে পারে। এমনকি যদি আপনি কাস্টম ডোমেন বৈশিষ্ট্যটি ( আপনার ডোমেন নাম ব্যবহার করে ) ব্যবহার করেন তবে সম্ভাবনা বেশি থাকে যে স্প্যামাররা স্প্যাম হিসাবে চিহ্নিত বৈশিষ্ট্যটি ব্যবহার করুন ?? এবং আপনার ব্লগকে স্প্যাম হিসাবে রিপোর্ট করুন।

গুগল আপনার ব্লগ মুছে ফেলতে পারে। এটি খুব সাধারণ একটি বিষয় এবং গুগলে একটি তাত্ক্ষণিক অনুসন্ধান করে আপনি বুঝতে পারবেন যে ব্লগস্পট ব্যবহার করার সময় অনেক ব্লগার এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

বিজয়ী: স্ব হোস্ট ব্লগ

2. অপ্টিমাইজেশন:

অনুসন্ধান ইঞ্জিনআপনার ব্লগটি কোথায় হোস্ট করা হয়েছে তা বিবেচ্য নয়, ট্র্যাফিক হ’ল যে কোনও ব্লগার প্রথম এবং শেষ জিনিসটি সন্ধান করবে। সহজ কথায় অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজেশন মানে অনুসন্ধান ব্লকগুলিকে অনুসন্ধান ইঞ্জিনগুলির জন্য অনুকূলকরণ করা এবং অনুসন্ধান ইঞ্জিন থেকে ট্র্যাফিক পাওয়া “। ওয়ার্ডপ্রেস এবং ব্লগস্পট তুলনা করে, ওয়ার্ডপ্রেস সার্চ ইঞ্জিনের জন্য আপনার ব্লগকে অনুকূলিত করার জন্য আরও বিকল্প সরবরাহ করে যেখানে ব্লগস্পট হিসাবে আপনি নির্দিষ্ট সেটিংসে সীমাবদ্ধ।

এখানে কয়েকটি পোস্ট রয়েছে যা আপনাকে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য আপনার ওয়ার্ডপ্রেস ব্লগকে অনুকূলিত করতে সহায়তা করবে।

3. প্লাগইন এবং সমর্থন:

ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং সমর্থন পেতে একটি শক্তিশালী সম্প্রদায়ের মত বৈশিষ্ট্য দ্বারা আশীর্বাদ।

যখন আমি ব্লগস্পটে ছিল, আমি সময় প্রচুর ব্যয় সম্পাদনা আমার থিম দেখানোর জন্য সম্পর্কিত পোস্ট এবং এই ধরনের বৈশিষ্ট্য যোগ। ওয়ার্ডপ্রেস আপনার প্রয়োজনীয় সমস্ত কিছুর জন্য সহজ প্লাগইন ব্যবহার করে আপনার জীবনকে সহজ করে তোলে। প্লাগইনগুলি ব্যবহার করে, আপনি যে কোনও কিছু অর্জন করতে পারেন এবং যদি তা না হয় তবে আপনি কাস্টম কোড পেতে এবং আপনার ব্লগের সক্ষমতা বাড়ানোর জন্য ওয়ার্ডপ্রেস সমর্থন ফোরামের সহায়তা নিতে পারেন।

4.খ্যাতি :

এটিকে মানুষের প্রবণতা বা উপলব্ধি হিসাবে বিবেচনা করা যেতে পারে, বেশিরভাগ লোকেরা ব্লগার প্ল্যাটফর্মে নির্মিত ব্লগকে অ-গুরুতর হিসাবে দেখেন। সহজ কারণগুলির মধ্যে একটি হ’ল এটি নিখরচায় এবং বিপুল সংখ্যক লোক এটি ব্ল্যাকহাট এসইও, স্প্যামিং এবং অনুমোদিত ল্যান্ডিং পৃষ্ঠাগুলির জন্য ব্যবহার করছে।

স্ব-হোস্টেড ব্লগ সম্পর্কে কথা বলার সময় লোকেরা মনে করে যে ব্যক্তি সেবার জন্য অর্থ প্রদান করেছে এবং সে তার ব্লগ সম্পর্কে গুরুতর।

৫. থিম এবং টেমপ্লেট:

ব্লগস্পট অনেকগুলি টেম্পলেট সরবরাহ করে তবে ওয়ার্ডপ্রেসের বাণিজ্যিক প্রকৃতির কারণে আপনি সীমাহীন ফ্রি এবং প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম পাবেন । তদতিরিক্ত, আপনার যেহেতু এফটিপি অ্যাক্সেস রয়েছে তাই আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিমের সম্পূর্ণ চেহারা এবং অনুভূতি পরিবর্তন করতে পারেন।

6. অ্যাডসেন্স :

অ্যাডসেন্স হ’ল যে কোনও ব্লগার যারা তার ব্লগ থেকে অর্থোপার্জনের অপেক্ষায় আছে তাদের জন্য জীবনলাইন। প্রথমদিকে, ব্লগস্পট আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনুমোদিত হওয়ার সেরা উপায় হিসাবে ব্যবহৃত হত তবে পরে ব্লগস্পটের সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া শক্ত হয়ে উঠছে।

ওয়ার্ডপ্রেস এবং আপনার ডোমেন ইমেল ঠিকানা সহ, আপনার ব্লগ অনুমোদিত হওয়া খুব সহজ। স্ব-হোস্ট করা ব্লগের আর একটি সুবিধা।

ফলাফলঃ

ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম যে কোনও সময় ব্লগস্পট প্ল্যাটফর্মের চেয়ে ভাল পছন্দ।

আপনি কেন কোনও ব্লগ শুরু করতে চান এবং সেখান থেকে যেতে চান তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ । ব্লগারটির অনেকগুলি সীমাবদ্ধতা রয়েছে যা ওয়ার্ডপ্রেসের নেই। কার্যকারিতার দিক থেকে, ওয়ার্ডপ্রেস যে আরও উচ্চতর সে বিষয়ে কোনও প্রশ্ন নেই।

ক্লাউডফ্লেয়ার কী এবং এটি কেন ব্যবহার করা উচিত?


ক্লাউডফ্লেয়ার কী?

ক্লাউডফ্লেয়ার একটি ফ্রি সিডিএন টাইপ পণ্য যা এসকিউএল ইঞ্জেকশন এবং পরিচয় চুরির মতো হুমকির বিরুদ্ধে সুরক্ষা দেয়। ক্লাউডফ্লেয়ার সাইট কর্মক্ষমতা এবং বিশ্বজুড়ে অবস্থিত তাদের একাধিক ডেটা সেন্টার ব্যবহার করে লোডিং গতির গতি বাড়ায়। ক্লাউডফ্লেয়ার নেটওয়ার্কটি জায়ান্ট ভিপিএন এর মতো কাজ করে। এর অর্থ হ'ল কোনও সাইটের দর্শনার্থী নিকটতম সার্ভারে শারীরিকভাবে পুনঃনির্দেশিত হয়ে আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করবে। এর অর্থ কী সহজ: ডেটা সেন্টারটি যত কাছাকাছি হবে, তত দ্রুত আপনার ওয়েবসাইট ব্যবহারকারীর জন্য লোড হবে। এটি ক্লাউডফ্লেয়ারের জন্য অনন্য।

আর একটি সুবিধা হ'ল বট ক্রল হ্রাস, যা তাদের উত্সের উপর নির্ভর করে উভয় সহায়ক এবং ক্ষতিকারক হতে পারে। একটি বট ক্রল সাধারণত ওয়েবসাইটগুলিতে যেতে এবং আপনার ওয়েব পৃষ্ঠায় তথ্যের জন্য "ক্রল" করতে ব্যবহৃত হয়। অনুমতি ছাড়াই আপনার ওয়েবসাইট ডিজাইন ব্যবহার করে সামগ্রী চোরদের ধরার সময় এগুলি সহায়ক হতে পারে, তবে তারা মিথ্যা বিজ্ঞাপনের ছাপ তৈরি করতে পারে, ফাইল ব্যাকডোরের মাধ্যমে স্প্যাম এবং ম্যালওয়্যার ইনজেকশন করতে পারে, ওয়েবসাইটের সামগ্রী এবং তথ্য চুরি করে। ক্লাউডফ্লেয়ার সম্পর্কে ভাবার একটি ভাল উপায় হ'ল এটি একটি ওয়েব প্রক্সি হিসাবে ভাবা। আপনার ওয়েবসাইটের একটি ক্যাশে দর্শনার্থীর কাছে উপলভ্য হওয়ায় ক্লাউডফ্লেয়ার সন্দেহজনক সামগ্রী ব্লক করতে এবং আপনাকে দূষিত ভাইরাস, স্প্যামবট এবং ক্ষতিকারক ট্র্যাফিক প্রবাহ থেকে সুরক্ষিত রাখতে সক্ষম।

আমি কীভাবে ক্লাউডফ্লেয়ার ব্যবহার করতে পারি?

ক্লাউডফ্লেয়ারকে কী অনন্য করে তোলে তা হল এটি কোনও হোস্টিং সরবরাহকারী নয়। আপনার নিজের ওয়েবসাইটটি চালু হয়ে গেলে আপনি ক্লাউডফ্লেয়ার সার্ভারে ডিএনএস সেটিংস পরিবর্তন করতে পারেন, এভাবে আপনার ওয়েবসাইট ক্যাশে। আপনার ডোমেন নাম সেটিংস পরিবর্তন করে আপনি ক্লাউডফ্লেয়ারকে আপনার ওয়েবসাইটের একটি অনুলিপি ক্যাশে অনুমতি দিচ্ছেন। ক্লাউডফ্লেয়ারের সাথে আপনি যে ধরণের ট্র্যাফিক গ্রহণ করছেন তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়ার বিকল্পও রয়েছে। এর অর্থ হ'ল যদি এমন কোনও ত্রুটি দেখা দেয় যা আপনার তৈরি সুরক্ষার হুমকি বা উচ্চ ট্র্যাফিকের নিদর্শনগুলিকে চিহ্নিত করে তবে ক্লাউডফ্লেয়ার সেই দূষিত ট্র্যাফিকটি কোথা থেকে আসছে তা নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করবে। আপনার সাইট যখন এর ফলস্বরূপ অপ্রয়োজনীয় হুমকির সম্মুখীন হয় তখন আপনি সহজেই জানতে পারবেন।

আপনি কি এই জন্য মানে? মূলত এর অর্থ হ'ল দর্শনার্থীদের জন্য সর্বদা আপনার সাইট দেখার সুযোগ থাকে। ক্লাউডফ্লেয়ার সার্ভার আপনার হোস্টিং সরবরাহকারীর কাছ থেকে ওয়েব পৃষ্ঠার অনুলিপি চাইতে এবং আপনার ওয়েব পৃষ্ঠার অনুলিপিতে সাইটটি অনুরোধকারী দর্শনার্থীর সাথে সংযোগ দেবে।

এমন একাধিক প্লাগইন রয়েছে যা আপনি ক্লাউডফ্লেয়ার থেকেও ব্যবহার করতে পারেন, যার মধ্যে সর্বাধিক জনপ্রিয় হ'ল গুগল অ্যানালিটিক্স। আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন কেন এটি গুরুত্বপূর্ণ। গুগল অ্যানালিটিক্স বিনামূল্যে ওয়েবে যে কোনও সাইটের জন্য উপলব্ধ এবং প্রস্তাবিত। ক্লাউডফ্লেয়ার গুগল অ্যানালিটিক্স প্লাগইন সহ, প্লাগইনটি কাজ করার জন্য যা প্রয়োজন তা যুক্ত করার জন্য আপনাকে কোডে ফিরে যেতে হবে না।

ক্লাউডফ্লেয়ারের আরেকটি চিত্তাকর্ষক উপাদান হ'ল দৈনন্দিন ওয়েবমাস্টারের সাথে পণ্যটির অভিযোজনযোগ্যতা। আসুন বিবেচনা করা যাক যে ওয়েবমাস্টাররা শুরু করছেন তাদের সাইটের ট্র্যাফিক এবং ট্র্যাকিং নিরীক্ষণের জন্য গুগল অ্যানালিটিক্স কোড এম্বেড কোডে যাওয়ার প্রযুক্তিগত জ্ঞান নেই। ক্লাউডফ্লেয়ার যা করে তা হ'ল প্লাগইনটি ব্যবহার করে এবং গুগল অ্যানালিটিকসে তথ্য প্রেরণ করে এবং এটিই it এটি কোনও অনুপস্থিত ট্যাগ সম্পর্কে উদ্বেগ দূর করে, বা কোড এমবেড করে যে কোনও ডাউনটাইমের ঝুঁকি নিয়ে। এটি আরেকটি জিনিস যা ক্লাউডফ্লেয়ার আপনার হাত বন্ধ করে দেয়।

আমি কীভাবে জানতে পারি যে ক্লাউডফ্লেয়ারটি আমার পক্ষে সঠিক?

আপনি যখন কোনও ওয়েবসাইটের অখণ্ডতা পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিমাণের পরিচালনা সম্পর্কে চিন্তা করেন, তখন কল্পনা করুন যে একাধিক সাইট পরিচালনায় কতটা চাপ এবং সময় জড়িত। ক্লাউডফ্লেয়ার এমন একটি সরঞ্জাম যা আপনি যতক্ষণ কোনও একক সাইট পরিচালনা করছেন ততক্ষণ এটি ব্যবহারের জন্য নিখরচায়। এমন একাধিক অর্থ প্রদানের বিকল্প রয়েছে যা আরও অভিযোজনযোগ্যতার পাশাপাশি প্লাগইন বিকল্পগুলি সরবরাহ করে যাতে আপনি আপনার সাইটের দর্শকদের সেরা অভিজ্ঞতা সরবরাহ করতে পারেন।

সামগ্রিকভাবে, এই পরিষেবাটি ওয়েব পরিচালনার জন্য অনেকগুলি বিকল্প সরবরাহ করে এবং আপনার সার্ভারে দুর্বলতার সম্ভাবনাগুলিকে অন্তর্ভুক্ত করে। অর্থের জন্য, এটি ব্যয়বহুল (এবং সর্বদা কার্যকর নয়) সিডিএন পরিষেবাগুলি ব্যতীত ওয়েব হোস্টিং পরিষেবা সরবরাহকারীর সুবিধাও দেয় যা কখনও কখনও লো-এন্ড ওয়েব হোস্টিং সরবরাহকারীদের মাধ্যমে উপলব্ধ। নিখরচায় সংস্করণের মাধ্যমে উপলব্ধ প্রাথমিক স্তরের প্লাগইন হিসাবে অতিরিক্ত সুরক্ষা এবং গতির সাথে, এটি অবশ্যই চেষ্টা করার মতো।

সর্বাধিক জনপ্রিয় শীর্ষ-স্তরের ডোমেন

যে কোনও ওয়েব ঠিকানার চূড়ান্ত অংশ হিসাবে, শীর্ষ স্তরের ডোমেন কোনও সাইটের উদ্দেশ্য বা ভৌগলিক অবস্থান সনাক্ত করে।  উদাহরণস্বরূপ, ওয়েস্টহোস্ট.কম.কম শীর্ষ স্তরের ডোমেনটি ব্যবহার করে।

আজকের বাজারটি 1,500 টিরও বেশি দেশের কোড এবং জেনেরিক শীর্ষ-স্তরের ডোমেনগুলি যুক্ত করতে প্রসারিত হয়েছে। 2000 সালের পর থেকে বেশিরভাগ ওয়েবসাইট চালু হয়েছে But কিন্তু এই নতুন টিএলডি জনপ্রিয়তার দিক থেকে কি তাদের প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বীদের কোনও ছাড়িয়ে গেছে? আপনি অবাক হতে পারেন। 

.com

সর্বাধিক পরিচিত টিএলডি পলাতক বাজারের নেতা হিসাবে রয়ে গেছে। .Com টিএলডি বিশ্বের ওয়েবসাইটগুলির 47.7% আন্ডারপিন করে। আমেরিকা জুড়ে বেশিরভাগ সংস্থাগুলি আমাদের .us কান্ট্রি কোড টিএলডি বা সিসিটিএলডি পছন্দ করে .com টিএলডি নির্বাচন করেছেন selected

.ru

যদিও আমরা বিশ্বব্যাপী শীর্ষ-স্তরের ডোমেন পছন্দ করি, রাশিয়ান ওয়েবসাইটগুলি গর্বের সাথে তাদের উত্সের ঘোষণা দেয়। শীর্ষ দশ মিলিয়ন ওয়েবসাইটের 5% এর জন্য বিশ্ব .ru প্রত্যয় ব্যবহার করে। খুব কম রাশিয়ানই তাদের ওয়েবসাইটের জন্য অন্য কোনও টিএলডি পছন্দ করে।

.org

অলাভজনক সংস্থা সনাক্ত করার জন্য তৈরি, .org এমন ওয়েবসাইটগুলির সমার্থক হয়ে উঠেছে যা বাণিজ্যিক, একাডেমিক বা সরকারী হিসাবে বর্ণনা করা যায় না। অতিরিক্ত সুরক্ষার জন্য ডোমেন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশানগুলি বা ডিএনএসএসইসি প্রয়োগকারী এটিও প্রথম জিটিএলডি।

.net

.Org এর মতো,। নেট নেটওয়ার্কগুলি সনাক্ত করার জন্য এটির মূল সংক্ষিপ্তসার ছাড়িয়ে প্রসারিত হয়েছে। এটি এখন নিয়ন্ত্রণহীন, এবং দশ মিলিয়ন শীর্ষ ওয়েবসাইটের 4.5% এটি ব্যবহার করে। কম কোম্পানির অভিব্যক্তির পাশাপাশি .com এর চেয়েও উচ্চতর উপলভ্যতা তার বিকাশে সহায়তা করেছে।

.info

সিসিটিএলডি সহ বেশিরভাগ ডাব্লু 3 টেকের শীর্ষ 20 তালিকার সমন্বিত .info অস্ট্রেলিয়া এবং ইরানের দেশ কোড ডোমেনগুলির জনপ্রিয়তার সাথে মিল রাখতে সক্ষম হয়েছে। আইসিএনএএন 2001 সালে .info চালু করেছিল এবং এটি কমপ্লিট করার জন্য সাতটি নতুন টিএলডির মধ্যে সবচেয়ে সফল।

.biz

2001 সালের নতুন টিএলডিগুলিতে .বিজ অন্তর্ভুক্ত ছিল যা মূলধারার গ্রহণযোগ্যতা অর্জনকারী একমাত্র অন্যান্য ডোমেন। এই টিএলডি .info হিসাবে অর্ধেকেরও কম সাইটকে ক্ষমতা দেয়, তবে ব্যবসায়ীরা যখন একটি .com ডোমেইন না পায় তখন প্রায়শই এটি ব্যবহার করে।

.online

আপনার সমস্ত অনলাইন ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত, এই ওয়েব ঠিকানাটি শেষ হওয়া ওয়েবসাইটগুলির জন্য উপযুক্ত। যা কোনও .কম চাইবে, তবে হয় তা সামর্থ্য নয় বা তাদের ডোমেন বিকল্পগুলি দ্বিগুণ করতে চাই।

সুতরাং, ওয়ার্ডপ্রেসের মালিকানাধীন .ব্লগ সহ বিশাল উত্তেজনাপূর্ণ শীর্ষ স্তরের ডোমেনগুলি মিস করবেন না .web এবং .app। এক দশকের সময়কালে, এই ডোমেনগুলি উপরের বৈশিষ্ট্যযুক্তগুলির মতো সম্ভাব্য জনপ্রিয় হতে পারে ...