ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস ব্যবহার এর সুবিধা কি?

 ওয়ার্ডপ্রেস একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)। এমন একটি প্লাটফর্ম যার যেটা দিয়ে কোন প্রকার কোডিং জ্ঞান ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করা যাবে। ওয়ার্ডপ্রেস এর মাধ্যে আপনি আপনি সাইটের সবকিছু আপনার মত করে কাস্টমাইজ করতে পারবেন।


২০০৩ সালে ম্যাট মুলেনওয়েগ এবং মাইক লিটল ওয়ার্ডপ্রেস এর প্রথম ভার্সন তৈরি করেন। তখন ওয়ার্ডপ্রেস শুধু ব্যাসিক ব্লগের প্লাটফর্ম ছিলো৷ সময়ের সাথে সাথে অনেক আপডেট এবং টুলস এর সমন্বয়ে ওয়ার্ডপ্রেস এখন অনেকটা সমৃদ্ধ। বর্তমানে সব ধরণের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা সম্ভব।


কোন বিষয় টি ওয়ার্ডপ্রেস অনন্য করে তোলে?

ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স সফটওয়্যার। অনেক গুলো বিষয়ের কারণে ওয়ার্ডপ্রেস আজ জনপ্রিয়। তার মাধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:

  • ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি।
  • অনেক ফ্রি ও পেইড টুলসের সমন্বয়ে ওয়ার্ডপ্রেসে দেখা যায়।
  • ওয়ার্ডপ্রেস এর প্রত্যেকটি টেম্পলেট ওয়ার্ডপ্রেস কমিউনিটির তৈরি এবং ইউজার ফ্রেন্ডলি।
  • কোন ধরণের রেস্ট্রিকশন নেই।


ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কোন ধরণের সাইট করা যাবে?

Online Portfolio: ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন টেম্পলেট ব্যবহার করে খুব সহজেই পোর্টফোলিও সাইট তৈরি করা যাবে। এবং সেই পোর্টফোলিওতে খুব সহজেই আপনি আপনার সেরা কাজগুলো এবং আপনার প্রাইজ ও প্যাকেজ দিতে পারবেন।

Affiliate Website: আপনি যদি এফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট করতে চান, ওয়ার্ডপ্রেস কমিউনিটি আপনাকে অনেক টেম্পলেট অফার করবে।

News Site: ওয়ার্ডপ্রেস ব্লগের মাধ্যমে খুব সহজেই নিউজ সাইট তৈরি করা যাবে। এক্ষেত্রে আমার মতে নিউজপেপার থিমটি বেস্ট।

Newspaper Theme free download with Active Key

E-commerce stores: অনলাইন স্টোর বা ই-কমার্স বিজনেস চালু করতে চাচ্ছেন? চিন্তার কিছু নেই ওয়ার্ডপ্রেস এর ই-কমার্স থিম এবং ওকমার্স প্লাগিন এর মাধ্যমে খুব সহজেই ই-কমার্স স্টোর তৈরি করতে পারবেন।

Community hubs: আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ফান সাইট, নলেজ সাইট, প্রশ্নোত্তর সাইট, টিপস সাইট তৈরি করতে পারবেন।

Business sites: আপনার প্রতিষ্ঠান ছোট হোক বা বড়, আপনি সব তথ্য ওয়ার্ডপ্রেস সাইটের মাধ্যমে তৈরি করতে পারবেন।


ওয়ার্ডপ্রেস এর সেরা ১০ টি সুবিধা

  • রেডিমেট টেম্পলেট, কোন কোডিং এর প্রয়োজন হয় না।
  • খুব সহজেই কাস্টমাইজ করা যায়।
  • ব্যবহার করা খুব সহজ।
  • ফোকাস কিওয়ার্ড খুব সহজেই ব্যবহার করা য়ায়।
  • গুগল ফন্ট প্লাগিনের মাধ্যমে বিভিন্ন স্থানে বিভিন্ন ফন্ট খুব সহজেই ব্যবহার করা যায়।
  • পোস্টে ট্যাগ ব্যবহার করা যায়। যার ফলে সাইটের লিংক সংখ্যা বেড়ে যায়।
  • খুব সহজেই কন্টাক আস পেজ তৈরি করা যায়।
  • কোন প্রকার কোডিং ছাড়াই এলিমেন্টর দিয়ে নিজের ইচ্ছে মত ডিজাইন করা যায়।
  • ওয়ার্ডপ্রেস ফ্রি।


আশাকরি ওয়ার্ডপ্রেস নিয়ে লেখা ব্লগটি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ,

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য