গ্রাফিক ডিজাইনারদের ৫ টি সেরা মার্কেটপ্লেস কোনটি?

 গ্রাফিক ডিজাইনারদের ৫ টি সেরা মার্কেটপ্লেস কোনটি?


আপনি কি গ্রাফিক ডিজাইনার? কাজ পারেন কিন্তু আপনার কাজগুলো সেল করার জন্য  ভালো কোন মার্কেটপ্লেস খুঁজে পাচ্ছেন না। তাহলে আজকের ব্লগ টি আপনার জন্য।  আজকের ব্লগে আমি গ্রাফিক ডিজাইনারদের ৫ টি সেরা মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করব।  যেখান থেকে আপনি সরাসরি ক্লায়েন্ট পাবেন বা আপনার কলার টেমপ্লেটগুলি সেল করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি।


GraphicRiver

১. GraphicRiver

প্রিমিয়াম টেমপ্লেট, ওয়েবসাইটের টেমপ্লেট, ইমেইল টেমপ্লেট, লোগো, বিজনেস কার্ড, আইকন এবং ওয়েবসাইট টেমপ্লেট সেল করার মার্কেটপ্লেস  গুলোর মধ্যে গ্রাফিক রিভার সবার উপরে।

গ্রাফিক রিভারের অন্তর্ভুক্ত সমস্ত ডিজাইনগুলি গ্রাফিক রিভার ম্যানুয়ালি রিভিউ করে। না না আপনি বলতে পারেন। গ্রাফিক রিভার টিম প্রত্যেক সপ্তাহে ডিজাইনারদের বেস্ট লোগো, টেমপ্লেট,  বিজনেস কার্ড, ওয়েবসাইট টেমপ্লেট, ইমেইল টেমপ্লেট সহ অন্যান্য ডিজাইন গুলো নিয়ে একটি ফিচার্ড কালেকশন প্রকাশ করে। যার ফলে ডিজাইনারদের সেল অনেকটা বেড়ে যায়। 


Shutterstock

২. Shutterstock

সাটারস্টক একটি স্বীকৃত ফটোগ্রাফি এজেন্সি। এ মারকেটপ্লেস টি ১৪০ দেশের ১.৪ বিলিয়ন জনগণ এবং ১০০,০০০ কন্ট্রিবিউটর এর পরিপূর্ণ সমন্বয়। যা ফটোগ্রাফ,  ভেক্টর, ভিডিও এমনকি মিউজিক ও বিক্রি করে থাকে। 

২০০৩ সালে প্রতিষ্ঠিত শাটারস্টক ৯০ মিলিয়ন এর ও বেশি ফ্রী ফটোগ্রাফি এবং ভেক্টর গ্রাফিক্স এর একটি বিশাল অনলাইন সেলিং মার্কেট। এ মার্কেটপ্লেস টি গ্রাফিক ডিজাইনারদের অন্যতম সেরা মার্কেটপ্লেস গুলোর মধ্যে একটি।


Freelancer

৩. Freelancer

সিরিয়ালের দিক দিয়ে তিন  নম্বরে রাখলেও  এই মার্কেটপ্লেস কি জনপ্রিয় মার্কেটপ্লেস এর মধ্যে একটি। এখানে গ্রাফিক ডিজাইন এর পাশাপাশি  আরো অনেক সেক্টর রয়েছে।  ডিজাইনের বিভিন্ন কনটেস্ট অংশগ্রহণ বা সরাসরি ক্লায়েন্ট এর অর্ডারের মাধ্যমে তাদের ডিজাইন সেল করতে পারবেন।

ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় সুবিধা হল, কনটেস্ট এরপর যদি কোন বায়ার কারো ডিজাইন সিলেক্ট না করে তাহলে বেস্ট রেটিং পাওয়া তিনটি ডিজাইনার কে ফ্রিল্যান্সার কনটেস্ট এর প্রাইজমানি টি ভাগ করে নিতে দেয়।


Fiverr

৪. Fiverr

ফ্রিল্যান্সারদের জন্য ফাইবার সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস। শুধু গ্রাফিক ডিজাইনার নয় সকল ধরনের ফ্রিল্যান্সারের পদচারণা ফাইবার এ দেখা যায়। নিজের প্রোফাইল গিগ তৈরির মাধ্যমে  সেলাররা তাদের ডিজাইন সেল করতে পারবেন। ফাইবার বায়ার এবং সেলার উভয়কেই রিভিউ করার সুযোগ করে দিয়েছে যার ফলে ডিজাইনাররা তাদের ক্লায়েন্ট কেও রেটিং দিতে পারবে।

কাজের উপর ভিত্তি করে ফাইবার তার ইউজারদেরকে বিভিন্ন লেভেল দিয়ে থাকে।  যার ফলে ডিজাইনারদের কাজ পেতে অনেকটা সুবিধা হয়। ফাইবারের সবচেয়ে বড় সুবিধা হল এখানে মাত্র ৫ ডলারে ও কাজ করা যায়।  গ্রাফিক ডিজাইনারদের সেরা মার্কেটপ্লেস এর মধ্যে ফাইবার রয়েছে।


৫. Freepik

গ্রাফিক্স ডিজাইনারদের রেডিমেড ডিজাইন সেলিং প্লাটফর্ম এর মধ্যে ফ্রীপিক অন্যতম। ফ্রীপিক বর্তমানে ডিজাইনের একটি স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ ফ্রীপিক এ কোন ডিজাইন পাবলিশ  হওয়ার পর কেউ সেই ডিজাইন ডাউনলোড করলে ফ্রীপিক সেখান থেকে ডিজাইনার কে কিছু  অর্থ দিয়ে দেয়। ফ্রীপিক এ  মোটামুটি কিছু ডিজাইন পাবলিশ হয়ে গেলে কোন প্রকার পরিশ্রম ছাড়াই ডিজাইনার বেশ ভালো উপার্জন করতে পারবেন।

ফ্রীপিকে বিজনেস কার্ড, ব্যানার, লোগো, ইলাস্ট্রেশন ছাড়াও সকল ধরনের ডিজাইন সেল করা যাবে। এটিও গ্রাফিক ডিজাইনারদের সেরা মার্কেটপ্লেস গুলোর মধ্যে একটি।

 আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য