ওয়ার্ডপ্রেস এর সেরা ৫ টি ক্যাশিং প্লাগিন

 আপনি কি ওয়ার্ডপ্রেস এর বেস্ট Caching Plugin খুঁজছেন? Caching আপনার সাইটের স্পিড এবং কর্ম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।  আজকের এই ব্লগে আমি ওয়ার্ডপ্রেস এর সেরা কিছু Caching Plugin নিয়ে আলোচনা করব।


ক্যাশ কি?

ক্যাশ হলো টেম্পোরারি ডেটার সমাহার। কম্পিউটারে ডেটা গুলো সাধারণত হার্ডডিস্ক এ সংরক্ষিত থাকে। এবং সেই ডেটা গুলো এক্সেস জন্য কম্পিউটারে বেশকিছু প্রক্রিয়া চালাতে হয়। 

ক্যাশিং প্রায়শই অনুরোধ করা তথ্যের প্রক্রিয়াকরণ করে এবং অস্থায়ী স্টোরেজ বা স্মৃতিতে সঞ্চয় করে এই সমস্যাটি সমাধান করে। এটি কম্পিউটার গুলোকে এটি ফাইলটিতে দ্রুত অ্যাক্সেস করার অনুমতি দেয়।

সাইটের স্পিড এবং কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে অর্থাৎ সাইটের সামগ্রিক পারফরম্যান্স উন্নতি করতে ওয়ার্ডপ্রেসে বেশ কয়েকটি caching plugin রয়েছে। 

আপনারা অনেকেই জানেন ওয়ার্ডপ্রেস একটি ডাইনামিক কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর অর্থ হলো যখন কোন ইউজার ওয়ার্ডপ্রেস সাইটে প্রবেশ করে, ওয়ার্ডপ্রেস তখন ডাটাবেজ থেকে তথ্য নিয়ে ইউজারদের নির্দিষ্ট তথ্য দিয়ে দেয়। যার ফলে যখন অনেক ইউজার একই সাথে ওয়েবসাইটে প্রবেশ করে তখন ওয়েবসাইট স্লো হয়ে যায়।

Caching Plugin ব্যবহার করে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। কারণ Caching Plugin এনাবল থাকলে যখন কোন ইউজার ওয়েব সাইটে প্রবেশ করে তখন ওয়েবপেজের কি  একটি অনুলিপি তৈরি হয় যা ইউজারদের ব্রাউজারে অটোমেটিক সেভ হয়ে থাকে। এর ফলে একসঙ্গে একাধিক  ভিজিটর থাকলেও ওয়েবসাইট এর স্পিড ঠিক থাকে।


কেন ক্যাশিং গুরুত্বপূর্ণ?

  • ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভারের বোঝা হ্রাস করে এবং ওয়েবসাইট এর স্পিড বাড়িয়ে দেয়।
  • ইউজার এক্সপেরিয়েন্স এর উন্নতি করে এবং ব্যবহারকারীদের  পুনরায় ভিজিট করার জন্য উৎসাহিত করে।
  • ওয়েবসাইটের ট্রাফিক এবং অর্গানিক সার্চ বাড়িয়ে তোলে।


ওয়ার্ডপ্রেস এর বেস্ট 5 টি Caching Plugin নিম্নরুপঃ

1. WP Rocket

WP Rocket ওয়ার্ডপ্রেস এর অন্যতম সেরা Caching Plugin, এটা ব্যবহার করা খুবই সহজ এবং  বিগিনার ফ্রেন্ডলি Caching Plugin. ক্যাশিং নিয়ে কোন ধারনা না থাকলেও খুব সহজেই এই প্লাগিনটি ব্যবহার করা যাবে। এবং এ কারণেই এই প্লাগিনটি সবার শীর্ষে।

প্লাগিনটি ব্যবহারকারীদের এক ক্লিকে তাৎক্ষণিকভাবে তাদের ওয়েবসাইট ক্যাশ করতে দেয়। এর ক্রলার অটোমেটিক ভাবে ক্যাশ তৈরি করতে আপনার ওয়ার্ডপ্রেস পেজ গুলো নিয়ে আসে।


2. W3 Total Cache

W3 Total Cache আরেকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস Caching Plugin. এটি একটি বিস্তৃত ওয়ার্ডপ্রেস ক্যাশিং প্লাগইন। যা নতুনদের জন্য ব্যবহার করা একটু কঠিন।

এই প্লাগিন টি তে ক্যাশিং এর সবগুলো ফিচার রয়েছে। উল্লেখযোগ্য হলো পেজ ক্যাশ, অবজেক্ট ক্যাশ, জি জিপ কম্প্রেশন, লিমিটেড মিনিফিকেশন সাপোর্ট,সিডিএন ইত্যাদি।


3. WP Super Cache

WP Super Cache আরেকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস Caching Plugin. এই প্লাগিনটি ফ্রি এবং অনেক হোস্টিং প্রোভাইডার এই প্লাগিনটি রিকমেন্ড করে থাকে। 

WP Super Cache ক্যাশিং এর সবগুলো ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি আপনার সাইটের কর্ম ক্ষমতা বাড়িয়ে তুলতে পারবেন। উল্লেখযোগ্য ফিচার গুলো হলো জি জিপ কম্পেরেশন, পেজ ক্যাশ, ক্যাশ প্রি লোডিং, সিডিএন সাপোর্ট ইত্যাদি।


4. Sucuri Firewall

Sucuri ওয়ার্ডপ্রেস এর সেরা ফায়ারওয়াল ও সিকিউরিটি প্লাগিন। ওয়েবসাইট ফায়ারওয়াল হিসাবে, Sucuri ওয়েবসাইটের বিষয়বস্তু গুলোকে ক্যাশে সংরক্ষণ করে। এবং ওয়েবসাইট এর পারফর্মেন্স বুস্ট করতে সাহায্য করে।


5. Built-in Cache Plugins from Hosting

হোস্টিং সার্ভার গুলোর স্পিড উল্লেখযোগ্যভাবে বাড়াতে ক্যাচিং সহায়তা করে। এ কারণে অনেক হোস্টিং প্রোভাইডার তাদের হোস্টিং এর সঙ্গে Built-in Cache Plugins দিয়ে দেয়। এতে করে  ওয়েবসাইটের স্পিড ভালো থাকে। 

আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে, নিত্য নতুন তথ্য বাংলায় জানতে বঙ্গ টেকের সাথেই থাকুন ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য