ব্লগার পোস্টে ইউটিউব ভিডিও অ্যাড করার ৩ টি সহজ পদ্ধতি

 আসসালামু আলাইকুম।  কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমাদের অনেকেরই ব্লগের পাশাপাশি একটি করে ইউটিউব চ্যানেল থেকে। আজ আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও কে আমাদের ব্লগ পোস্টে এড করবো।  কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


তিনটি  খুব সহজ পদ্ধতিতে আমরা ইউটিউব ভিডিও কে আমাদের ব্লগ পোস্টে অ্যাড করতে পারব। 


পদ্ধতি ১: Add YouTube Videos using Embed Code

এই পদ্ধতিটি সবচেয়ে জনপ্রিয় এবং বেশিরভাগ ব্লগার এই এই পদ্ধতিতে তাদের ব্লগ পোস্টে ইউটিউব ভিডিও এড করে।

  • প্রথমে YouTube.com এ যাবেন এবং কাঙ্ক্ষিত সেই ভিডিওটি চালু করবেন যেটি আপনি আপনার ব্লগ পোস্টে অ্যাড করতে চাচ্ছেন।
  • এবার শেয়ার আইকনে ক্লিক করবেন।

  • Embed এ ক্লিক করে কোডটি কপি করে নিবেন।


  • কাঙ্খিত ভিডিওটির Embed  কোডটি কপি করার পর Blogger>>Add New Post>>Select HTML tab>> এ যাবেন এবং সেই কপি করা এইচটিএমএল কোড টি পেস্ট করবেন। এবার পাবলিশ করলেই কাজ শেষ।



পদ্ধতি ২: Add YouTube Videos using Share Button

ইউটিউব থেকে “Share to Blogger” অপশনের মাধ্যমে  ইউটিউব ভিডিও কে সরাসরি ব্লগার অ্যাড করা যাবে। এই পদ্ধতিটি অন্য দুটি পদ্ধতির তুলনায় সবচেয়ে সহজ।

  • ব্লগারের পোস্ট এ সরাসরি ইউটিউবে ভিডিও শেয়ার করার জন্য প্রথমে আমাদের ইউটিউবে ঢুকবেন এবং কাঙ্ক্ষিত সেই ভিডিওটি চালু করবেন।
  • এবার শেয়ার আইকনে ক্লিক করবেন।

  • এবার নিচের স্ক্রিনশটের মত  ব্লগার আইকনে ক্লিক করবেন।

  • ক্লিক করার সাথে সাথেই ব্লগার পোস্টের একটি নতুন উইন্ডো ওপেন হবে।এবার পাবলিশ করলেই কাজ শেষ। 




পদ্ধতি ৩: Add YouTube Videos using “Insert a Video” option in Blogger

ব্লগার পোস্টে ভিডিও অ্যাড করার অন্য দুটি পদ্ধতির চেয়ে এই পদ্ধতিটি আমার সবচেয়ে পছন্দের। 

  • ব্লগার সেটিং থেকে অ্যাড নিউ পোস্টে যাবেন এবং “Insert a Video” আইকনে ক্লিক করুন।


  • এবার আপলোড ফর্ম ইউটিউব এ ক্লিক করুন।
  • নিচের স্ক্রীনশটএর মত আশা সার্চবক্সে আপনার  ইউটিউব ভিডিওটির লিংক দিয়ে  সার্চ এ ক্লিক করুন। 

  • কাঙ্ক্ষিত সেই ভিডিওটি মার্ক করে সিলেক্ট এ ক্লিক করুন।
  • ব্যাস কাজ শেষ এবার পাবলিশ করে দিন।


এভাবে উপরের তিনটি পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ব্লগপোস্টে ইউটিউব চ্যানেলের ভিডিও অ্যাড করতে পারবেন। 


ব্লগে ইউটিউব ভিডিও এড করার সুবিধাঃ

  • ব্লগের পাশাপাশি ইউটিউব চ্যানেল প্রমোশন
  • ইউজারদের সঠিকভাবে দিকনির্দেশনা দেয়া
  • খুব সহজেই পাঠকদের কাঙ্খিত মেসেজ দেয়া।
  • ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের বৃদ্ধি করে।
  • ভিজিটরদের মধ্যে ট্রাস্ট এর পরিমাণ বৃদ্ধি করে।


আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে।  নিত্যনতুন এমন টিপস এবং ট্রিকস বাংলায় জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন, ধন্যবাদ। 


Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য