এসইও কি? এসইও এর প্রকারভেদ কয়টি?

 এসইও(SEO) এর পূর্ণরুপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন একটি শক্তিশালী ডাটাবেইজ। যা অন্যের ডেটা সমূহ নিজের কাছে স্টোর করে এবং কোন ইউজার সেই ডেটা সার্চ করলেই তাকে সার্চ অনুযায়ী ডেটা গুলো বের করে দেয়। গুগল বর্তমান সময়ের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। সহজ ভাষায় বলতে গেলে আমাদের ওয়েবসাইট বা ওয়েব কন্টেন্ট কে সার্চ ইঞ্জিন এর জন্য অপটিমাইজ করাকেই এসইও বলে।

এসইও কি? এসইও এর প্রকারভেদ কয়টি?


এসইও কে বিভিন্ন টাইপে বিভক্ত করলে বিষয়টি অনেক কঠিন হয়ে যাবে। কারণ বিভিন্ন এক্সপার্ট এসইওকে বিভিন্ন টাইপে বিভক্ত করেছে। এর মধ্যে আজ আমি উল্লেখযোগ্য কিছু টাইপ বা ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো।


সাধারণভাবে এসইও 3 ধরণের হয়ে থাকে।

  • অনপেজ এসইও 
  • অফপেজ এসইও
  • টেকনিক্যাল এসইও

অনপেজ এসইও কি?

অনপেজ এসইও হলো একটা সাইটের ভিতরে যে কাজ গুলো করা হয়। অর্থাৎ কন্টেন্ট অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অল্টার টেক্সট, ফোকাস কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, ইন্টারনাল লিংক, আউটবাউন্ড লিংক ইত্যাদি। 

অনপেজ এসইও সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


অফপেজ এসইও কি?

মার্কেটিং পারপাস এ আমরা যা করবো অর্থাৎ সাইটের মার্কেটিং, ব্যাকলিংক ইত্যাদির মাধ্যমে সার্চ ইঞ্জিনে সাইট অপটিমাইজ করা কে অফ পেজ এসইও বলে। সহজ ভাষায়, সাইটের এক্সেস ছাড়া মার্কেটিং পারপাসে সাইটের বাহিরে থেকে সাইটের পরিচিতি বৃদ্ধির জন্য আমরা যে কাজ গুলো করি সেটিই অফপেজ এসইও।


টেকনিক্যাল এসইও কি?

ট্যাকনিক্যাল নলেজের মাধ্যমে সার্চ ইঞ্জিনে সাইট অপটিমাইজ করাকে টেকনিক্যাল এসইও বলে। টেকনিক্যাল এসইও এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাইটম্যাপ, রোবট.টিএক্সটি, ইমেজ অপটিমাইজেশন, জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস ইত্যাদি।


কাজের ধরণের উপর ভিত্তি করে এসইও কে আরও কিছু টাইপ বা ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

হোয়াইট হ্যাট এসইও: যে এসইওটি গুগলের সকল নিয়ম মনে করা হয় তাকে হোয়াইট হ্যাট এসইএ বলে। অর্থাৎ আমরা সাধারণত যে এসইও নিয়ে কাজ করি সেটাই হোয়াইট হ্যাট এসইও।

ব্লাক হ্যাট এসইও: যে এসইও গুলো গুগলের নিয়ম মেনে করা হয় না অর্থাৎ গুগলকে পাজেল করে করা হয় তাকে ব্লাকহ্যাট এসইও বলে।

গ্রে হ্যাট এসইও: সবচেয়ে জনপ্রিয়, হোয়াইট হ্যাট এবং ব্লাক হ্যাট এসইও এর মিশ্রন করে যে এসইও করা হয় তাকে গ্রে হ্যাট এসইও বলে। অর্থাৎ বৈধ এবং অবৈধ উভয়ের মিশ্রনের এসইও গ্রে হ্যাট এসইও।

নেগেটিভ এসইও: কম্পিটিটর এর সাইটের র্যাঙ্কিং বা সার্চ পজিশন ডাউন করার জন্য যে এসইও করা হয় তাকে নেগেটিভ এসইও বলে৷ সহজ ভাষায় কম্পিটিটর এর ক্ষতি করার জন্য যে এসইও করা হয় তাকে নেগেটিভ এসইও বলে।

এছাড়াও অরও বেশকিছু ক্যাটাগরির এসইও রয়েছে। উদাহরণ স্বরূপ: ই-কমার্স এসইও, ইউটিউব এসইও, কন্টেন্ট এসইও ইত্যাদি। এই ছিলো এসইও নিয়ে আমার কিছু ভাবনা। আশাকরি আপনাদের ভালো লেগেছে। নিত্যনতুন এমন টেক টিপস বাংলায় জানতে আসাদের ব্লগের সাথেই থাকুন, ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য