ইন্টারনাল লিংক এসইও এবং ট্রাফিকের জন্য গুরুত্বপূর্ণ কেন ?



আমরা সবাই জানি গুগল এর মধ্যে সাইট র‍্যাঙ্কিংয়ের এর অন্যতম মাধ্যম হলো কন্টেন্ট। কন্টেন্ট যত বেশি হবে গুগলে আপানার সাইটের লিংক তত বেশি ইনডেক্স হবে। 

গুগলের এর র‌্যাঙ্কিং কন্টেন্ট লেখার উপরও নির্ভর করে। গুগোল সব সময় চাই কন্টেন্টে এমন কিছু থাকুক যা ভিজিটর কে অন্য একটি পেজ দেখতে উৎসাহিত করবে। ইন্টারনাল লিংক এর মাধ্যমে আমরা সহজেই এই কাজটা করে ফেলতে পারি। তাই বেশির ভাগ ব্লগের এখন ইন্টারনাল লিংক এর ব্যবহার করা শুরু করেছে।


আমরা কেন ইন্টারনাল লিংক ব্যবহার করি?

  • ইন্টারনাল লিংক এসইও তে অনেক সাহায্য করে।

গুগলে সাইট র‌্যাঙ্কি করতে ইন্টারনাল লিংক অনেক উপকারী। যারা SEO নিয়ে কাজ করেন বা কিছুটা জানেন তারা বিষয় টি বুঝতে পারবেন।

  • ভিজিটর দের মধ্যে ট্রাস্ট এর পরিমান বাড়িয়ে দেয়।

ইন্টারনাল লিংক ভিজিটরকে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারনা দেয় বা অনেক না জানা বিষয় জানতে সাহায্য করে। ধরুন আপনি স্যামসাং এর কোন ফোন সম্পর্কে রিভিউ দিচ্ছেন। এবং SUPER AMOLED ডিসপ্লে নিয়ে বলতেছেন। এখন আপনি সুপার এমোলেড কথা টা যদি সুপার এমোলেড সম্পর্কে লিংক করে দেন তাহলে ভিজিটর এর পুরো বিষয় টা ক্লিয়ার হয়ে যাবে। এতে করে ভিজিটর দের ট্রাস্ট বেড়ে যাবে।

  • ইন্টারনাল লিংক ট্রাফিক বুস্ট করতে সাহায্য করে।

উধাহরন স্বরুপ আমার আজকের এর পোস্ট টি ব্লগার বা ওয়েবসাইট রিলেটেড। আমি যদি পোস্টের কোথাও আমার গত দিনের অ্যাডসেন্স নিয়ে লেখা পোস্ট করে দেই তাহলে মন্দ হয় না। কারন বেশির ভাগ ব্লগার দের প্রধান ফোকাস থাকে গুগোল অ্যাডসেন্স। এতে ভিজিটর ও তার প্রয়োজনীয় পোস্ট টি ভাবনার সাথে সাথে পেয়ে যাবে এবং আমি ও ভিজিটর পাবো। 

  • ওআন পেজ এসইও তে ইন্টারনাল লিংক এর ভুমিকা সব চেয়ে বেশি।

যারা ওয়ার্ডপ্রস ইউজার এবং Yoast এসইও ব্যবহার করেন তারা অনেকে হয়তো বিষয় টা জানেন। ইন্টারনাল লিঙ্ক ছাড়া ওয়ান পেজ এসইও সম্ভব নয়।

  • ইন্টারনাল লিংক ক্রল এবং ইনডেক্স এ সহায়তা করে।

গুগল বট গুলো ব্যবহার কারীর চিন্তা ভাবনার উপর ভিত্তি করে ডিজাইন করা। গুগোল যখন দেখে পোস্টে অনেক লিংক আছে তখন গুগল তাড়াতাড়ি সেটা ইনডেক্স করে নেয়, কারন ওই পোস্ট ভিজিটর দের অন্য বিষয় জানতে বা অন্য পেজে যেতে উৎসাহিত করে।


পোস্ট এর মধ্যে ইন্টারনাল লিংক কিভাবে সেট করবেন?

ইন্টারনাল লিংক দুই ভাবে সেট করা যায়। চলুন দেখে আসি কিভাবে সেট করেঃ

  • এক, ম্যানুয়ালী সেট করতে চাইলে যে টেক্সট তা তে লিংক দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে Ctrl+K প্রেস করলেই নিচে লিংক বক্স আসবে। সেখানে ওই নির্দিষ্ট লিংক দিয়ে Enter প্রেস করলেই হয়ে যাবে। ব্লগার এর ক্ষেত্রেও সেম, Ctrl+k প্রেস করলে একটা পপ আপ উইন্ডো আসবে। সেখানে লিঙ্ক দিয়ে Enter প্রেস করলেই হয়ে যাবে। 
  • দুই, আপনি চাইলে খুব সহজেই টেক্সট সিলেক্ট করে নিচের স্ক্রিনশট এ দেখানো চিহ্ন তে ক্লিক করে লিংক এড করতে পারবেন। ব্লগার এর ক্ষেত্রেও একই ভাবে করা যাবে।
Internal Link for SEO


আশাকরি পোস্ট টি আপনার ভালো লেগেছে। নিত্য নতুন  এমন টেক ব্লগ পড়তে চাইলে আমাদের সাথেই থাকুন। আজ এখানেই শেষ, ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

ব্রাজিল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য